আমেরিকার জনপ্রিয় টেক কোম্পানি আভিটা লাইবার ভি১৪ নামে নতুন ল্যাপটপ লঞ্চ করলো। এটি লিমিটেড এডিশন । অভিটা লাইবার ভি১৪ লিমিটেড এডিশন ১৬ জিবি র্যাম ও ১ টিবি এসএসডি সহ পাওয়া যাবে। এছাড়াও এই ল্যাপটপে আছে ১০ ঘন্টা ব্যাটারি লাইফ, ইন্টেল আই ৭ প্রসেসর ও ওয়েব ক্যামেরা।
আভিটা লাইবার ভি১৪ ল্যাপটপে ১৪ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। সাথে আছে অ্যান্টি গ্লেয়ার টেকনোলজি, যেটি চোখকে ক্ষতি না করে অবিশ্বাস্য দেখার অভিজ্ঞতা প্রদান করবে। এতে আছে ইন্টেল কোর আই৭ দশম জেনারেশন প্রসেসর। সাথে ব্যবহার করা হয়েছে আলট্রা এইচডি গ্রাফিক্স। এটি অপ্টিমল টপ আপ ওয়েব ক্যাম এর সাথে এসেছে।
আভিটা লাইবার ভি১৪ তে পাবেন ১৬ জিবি র্যাম ও ১ টিবি এসএসডি। যদিও কোম্পানি ব্যাটারির ক্যাপাসিটি জানায়নি, তবে এই ব্যাটারি ১০ ঘণ্টা ব্যাকআপ দিবে বলে কোম্পানি দাবি করেছে। এর টাচস্ক্রিনে ফোর ফিঙ্গার স্মার্ট জেসচার সাপোর্ট করে, যা সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আবার এটি এসেছে মেটাল চ্যাসিসের সাথে। এটি উইন্ডোজ ১০ হোম সিস্টেমে চলে। কানেক্টিভিটির কথা বললে এতে দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি ইউএসবি ৩.০ টাইপ সি পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট আছে।