টেকনো স্পার্ক সিক্স, সম্প্রতি সময়ে এটি পাকিস্তানের লঞ্চ করা হয়েছে৷ এবং তারপর থেকে একটি সমগ্র বিশ্ববাসীর মধ্যে এক ধরনের আলোচনার জন্ম দেয়৷ বিশেষ করে টেকপ্রেমী এদের মধ্যে৷ এই ফোনটি নিয়ে টেকপ্রেমীদের মধ্যে এক ধরনের উচ্চ আকাঙ্ক্ষা কাজ করছিল৷ তবে তবে আদোও এটি টেকপ্রেমীদের কতটুকু সন্তুষ্ট করতে পারবে তাই নিয়ে আজকের এই আয়োজন ।
শুরুতেই এর ডিজাইন :
এ ফোনটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে। এবং এর পেছনে সবচেয়ে আকর্ষণীয় মডিউল হচ্ছে এর ক্যামেরা সেটআপ৷ তবে কেবলমাত্র ক্যামেরা সেটআপ ব্যতীত অন্য সব কিছুই আমাকে তেমন সন্তুষ্ট করতে পারেনি৷ কেবল আমাকে নয়, আমি বাদেও আরো অন্য চেয়ে সকল ব্যবহারকারী রয়েছে কাউকে সন্তুষ্ট করতে পারবে না। যদিওবা এই ফোনটি একদমই কম বাজেটের একটি ফোন৷ তবে তার পরও এই বাজেটের মধ্যে অন্য ফোন গুলো এক ধরনের গ্লোরিয়াস ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে । আশা করা যায় ভবিষ্যতে টেকনো এই ব্যাপারটি মাথায় রাখবে৷
ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে৷ ফোন এর রেজুলেশন এইচডি প্লাস । এইচডি প্লাস রেজুলেশন হিসেবে এর পারফর্মেন্স অসাধারণ ছিল। তবে যেহেতু এটি ৬.৮ ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেই হিসেবে শার্পনেস এর যথেষ্ট ঘাটতি ছিল৷ এটি ব্যাতিত ডিসপ্লের অন্য সকল সেকশন মোটামুটি ভালই ছিল।
এবার ক্যামেরার ব্যাপারে বলা যাক!
ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ । যেটির প্রাথমিক ক্যামেরাটি সিক্সটিন মেগাপিক্সেলের এবং এর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা পারফরম্যান্স সম্পর্কে বেশি কিছু বলার নেই। অফিশিয়ালি বলা হয়েছে ক্যামেরা পারফরম্যান্সের দিকে নজর কম। তবে তারপরও এটা যথেষ্ট সন্তুষ্ট করতে পেরেছে৷ এই বাজেটের ফোনের ক্যামেরা টি তেমন আহামরি না হলেও যথেষ্ট ভালো বলা চলে৷ ডে লাইটের খুব ভালো ছবি আসছিল৷ তবে স্বল্প আলোতে আহামরি কিছু না হলেও বেশ ভালো ছিল৷
এবার আসা যাক ব্যাটারির ব্যাপারে!
এখানে ব্যবহার করা হয়েছে ৫০০০ এম এ এইচ একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। যদি ব্যাটারি ব্যাকআপ এর কথা বলি, তাহলে যদি হ্যাভি ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে ১০ ঘন্টার মত ব্যাকআপ পাবেন৷ এবং একদমই যদি নরমাল ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে দুই থেকে তিনদিন ব্যাকআপ পাবেন৷
চার্জার এর ব্যাপারে ফোনটি নয় বরং ফোন কোম্পানি কি আমাদের বাংলাদেশীদের তেমন সন্তুষ্ট করতে পারেনি! কারণ বাইরের দেশে দেওয়া হয়েছে ১৮ ওয়াটের একটি চার্জার৷ তবে আমাদের বাংলাদেশে দেওয়া হয়েছে মাত্র ১০ ওয়াটের একটি চার্জার৷ যেটা এক ধরনের বৈষম্য বলা চলে। সম্পূর্ণ ফোন টি চার্জ করতে দুই ঘন্টা সময় লাগে৷ তবে ফোনটিতে ব্যাটারি খুবই স্লিম ৷ এই ফোনটির ওজন ১৮৫ গ্রাম৷
অফিশিয়ালি বলা হয়েছে এবার টেকনো এই ফোনটিতে নজর দিয়েছে গেমিং এর ওপর৷ ডিফল্ট সেটিংস এ পাবজি অথবা ফ্রী ফায়ার সহ সকল ধরনের গেম খুব স্মুথ খেলা যায়।
র্যাম হিসেবে থাকছে ৪ জিবি র্যাম এবং রোম হিসেবে থাকছে ১২৮ জিবি রোম৷ তবে এই ফোনটির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটি হচ্ছে এর হিটিং প্রবলেম৷ মাত্র ১২ থেকে ১৫ মিনিট গেম খেললে ফোনটি মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল৷ তবে কিছুই করার নেই৷ এই ফোনটি নিয়ে আপনাকে চলতে হবে৷
এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট । এর অবস্থান ক্যামেরা সেটআপ এর নিচে৷ ফিঙ্গারপ্রিন্ট তেমন আহামরি ভাবে কাজ করছিল না অর্থাৎ খুব একটা ফাস্ট ছিল না৷ তবে এই বাজেটের কোন কোন ক্ষেত্রে যথেষ্ট সন্তুষ্ট করতে পারবে আশা করি৷