ফোনের ব্র্যান্ডের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় স্যামসং। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে একাধিক ফোন নিয়ে এসেছে স্যামসাং। তবে কেবলমাত্র ফোন নয়। অন্যান্য একাধিক গ্যাজেট তারা নিয়ে এসেছে গ্রাহকদের জন্য।
জানা গিয়েছে আগামী বছর ভারতের বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্টা। আর এই ফ্ল্যাগশিপ সিরিজে থাকবে গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১+, গ্যালাক্সি এস২১ আল্টা থাকবে।
তবে এই সিরিজের গ্যালাক্সি এস২১ ফোনের বেশ কিছু তথ্য ফাঁস হয়ে যাওয়াতে অবাক হয়েছেন অনেকেই। আর ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই ফোনে রয়েছে একাধিক সুবিধা।
এতে রয়েছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া জানা গিয়েছে এই ফোনে থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এই ফোনে থাকবে ৬৫ ডবলু ন্দ্রুত চার্জের সুবিধা।
এছাড়া এই ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর। তবে কয়েকটি দেশে আলদা প্রসেসরের সঙ্গে আনা হবে। এই ফোনে থাকবে quad rear camera।
জানা গিয়েছে এই ফোনে থাকবে ৪০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ এর সুবিধা। মনে করা হচ্ছে এই ফোন লঞ্চ হওয়ার পরে তা গ্রাহকদের কাছে হয়ে উঠবে অত্যন্ত জনপ্রিয়।
যদিও ফোনের দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজারের মতো হবে ফোনটির দাম।