ভারনেটএক্স-এর সঙ্গে চলমান পেটেন্ট মামলায় হেরেছে অ্যাপল৷ প্রতিষ্ঠানটিকে রয়ালটি হিসেবে ৫০ কোটি ২৮ লাখ মার্কিন ডলার জরিমানা দিতে অ্যাপলের প্রতি নির্দেশ এসেছে টেক্সাসের এক আদালত থেকে৷
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ভিপিএন প্রযুক্তি নিয়ে ১০ বছর ধরে মামলা চলছিলো অ্যাপল এবং ভারনেটএক্স-এর মধ্যে৷ অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ, ভিপিএন অন ডিমান্ড এবং ফেইসটাইম ফিচারে ভারনেটএক্স-এর প্রযুক্তি ব্যবহার করছিলো আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি৷
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পরিকল্পনার কথা জানিয়ে বিবৃতিতে অ্যাপল বলেছে, “এক দশকের বেশি সময় ধরেই এই মামলা চলছে, আমাদের পণ্যের মূল কার্যকরিতায় এই পেটেন্টের কোনো সম্পর্ক নেই এবং পেটেন্ট অফিস এর কোনো বৈধতা পায়নি৷ এ ধরনের মামলা শুধু উদ্ভাবনে বাধা দেয় এবং গ্রাহকের ক্ষতি করে৷”
ভারনেটএক্স-এর পেটেন্ট অমান্য প্রশ্নে বিভাজিত সিদ্ধান্তের প্রেক্ষিতে পুনর্বিবেচনার আবেদন করেছিলো অ্যাপল৷ এ বছরের শুরুতে অ্যাপলের আবেদন নাকচ করেছে মার্কিন আপিল আদালত৷
দীর্ঘ এই মামলায় চারটি পেটেন্ট অমান্য করার দায়ে ২০১৮ সালেই ভারনেটএক্স-কে ৫০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার জরিমানা দিতে অ্যাপলকে নির্দেশ দিয়েছিলো টেক্সাসের ফেডারেল আদালত৷ ফেইসটাইম এবং আইমেসেজে এই পেটেন্টগুলো অমান্য করা হয়েছে বলে সিদ্ধান্ত টানে আদালত৷
পরবর্তীতে ২০১৯ সালের নভেম্বরে ৫০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার জরিমানার অংক বাতিল করেছেন তিন বিচারকের প্যানেল৷ তবে, আইফোনের পুরানো মডেলগুলো যে, ভারনেটএক্স-এর দুইটি পেটেন্ট অমান্য করেছে ওই সিদ্ধান্ত বাতিল করেনি প্যানেল৷