স্মার্টফোন ছাড়াও ক্রমেই অন্যান্য গ্যাজেটের ক্ষেত্রে ক্রমেই জনপ্রিয় হয়ে চলেছে শাওমি। ইতিমধ্যে তারা নিয়ে এসেছে একের পর এক নতুন ধরনের গ্যাজেট। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে গ্রাহকদের কাছে।
তবে এবারে জানা গিয়েছে নয়া তথ্য। এবারে তারা আনতে চলেছে নয়া ২০ ডবলু ইউএসবি টাইপ সি চার্জার এবং তার সঙ্গে আনতে চলেছে নয়া mi power bank. তবে এই নয়া পাওয়ার ব্যাংকে থাকছে নয়া লুক।
বেশিরভাগ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাওয়ার ব্যাংক। আর সেই কারণে একাধিক কোম্পানি নিয়ে এসেছে একের পর এক পাওয়ার ব্যাংক। তবে এবারে শাওমি নিয়ে এসেছে নতুন লুকের পাওয়ার ব্যাংক। এটি জনপ্রিয় কার্টুন চরিত্র পিকাচুর আদলে নিয়ে আসা হয়েছে।
ফলে মনে করা হচ্ছে অনেকেই এই পাওয়ার ব্যাংকের প্রতি আকর্ষিত হবে। জানানো হয়েছে টাইপ সি চার্জার এর সাহায্যে আই ফোন চার্জ দেওয়া যাবে। এছাড়া যে কোনও ডিভাইসে চিপ সার্কিটকে দুর্ঘটনার থেকে সুরক্ষিত রাখে। মনে করা হচ্ছে গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হবে এই চার্জার।
জানানো হয়েছে এই চার্জারের দাম খুব একটা বেশি রাখা হবে না। আর তার সঙ্গে নয়া পাওয়ার ব্যাংকে রয়েছে একাধিক সুবিধা। এতে রয়েছে ১০০০০ মিলি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। এই ডিভাইসে রয়েছে ১৮ ডবলু দ্রুত চার্জের সুবিধা। এছাড়া এতে রয়েছে দুটি ইউএসবি পোর্ট। এতে কম ক্ষমতার ডিভাইস চার্জ করা যাবে। মনে কড়া হচ্ছে এই ডিভাইসের দাম ও সাধারণের কথা ভেবে খুব একটা বেশি রাখা হয়নি বলে মনে করা হচ্ছে।