বর্তমানে মোবাইল বিশ্বে সবচেয়ে আলোচিত মোবাইল ফোনটি হচ্ছে ওয়ান প্লাস। ওয়ান প্লাসের নতুন সংযোজন ওয়ান প্লাস ৯ প্রো বেশ সাদরের সঙ্গে গ্রহণ করছে গ্রাহকেরা।
চলুন ওয়ান প্লাস ৯ প্রো তে কি আছে তা নিয়ে আলোচনা করা যাক:
ওয়ান প্লাস ৯ প্রো মোবাইলটিতে ৬.৭৮ ইঞ্চি বিশিষ্ট ফ্লুইড অ্যামোল্ড টাচস্ক্রিন। রেজুলেশন দেওয়া আছে ১৪৪০*৪১২০ পিক্সেল। পিক্সেল ডেনসিটি দেওয়া আছে ৫০৭ পি পি আই। ডিসপ্লেতে প্রোটেকশন এর জন্য দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস ৬। মোবাইল ফোনটি ৫জি সাপোর্ট করে। ডুয়েল সিম বিশিষ্ট মোবাইলটিতে ন্যানো সিম ব্যাবহার করা যাবে। চলুন
মোবাইলটির হার্ডওয়্যার নিয়ে আলোচনা করা যাক:
ওয়ান প্লাস ৯ প্রো তে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ১০। চিপসেট হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৮৬৫ অক্টা কোর প্রসেসর। গি পি ইউ দেওয়া আছে অ্যাড্রিনো ৬৫০। ওয়ান প্লাস ৯ প্রো মোবাইলের ব্যাটারি দেওয়া হয়েছে ৪৭০০ মিলি অ্যাম্পিয়ার ও ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ৫৫ ওয়াটের চার্জার। ৫০% চার্জ হতে সময় নিবে মাত্র ৩০ মিনিট। বিষয়টা আমার অনেক ভাল লেগেছে। হাই রেজুলেশন এর ভিডিও স্ট্রিমিং সহ সুবিধা পাওয়া যাবে হাই কোয়ালিটির গেম খেলার এতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। মোবাইলটিতে র্যাম দেওয়া আছে ১২ জিবি এবং রম দেওয়া আছে ২৫৬ ও ৫১২ জিবি। চলুন এবার আলোচনা করা যাক ওয়ান প্লাস ৯ প্রো মোবাইলের ক্যামেরা নিয়ে:
মোবাইলটির প্রাইমারী ক্যামেরা দেওয়া আছে ৪৮ মেগাপিক্সেল এর। টেলিফটো দেওয়া আছে ৮ মেগাপিক্সেল এর। ডুয়েল এল ই ডি ফ্ল্যাশ ও রয়েছে। ব্যাক সাইডে নিরাপত্তার জন্য আছে গরিলা গ্লাস ৫। মোবাইলটির সেলফি ক্যামেরা দেওয়া আছে ১৬ মেগাপিক্সেল এর। সেলফি ক্যামেরার ভিডিও রেজুলেশন ১০৮০ পি। মোবাইলটির ইউ এস বি পোর্ট দেওয়া আছে ৩.১ টাইপ সি। সিকিউরিটির জন্য দেওয়া আছে ফিংগার প্রিন্ট, ফেস আনলক সহ যাবতীয় সুবিধা।
এবার আলোচনা করা যাক ওয়ান প্লাস ৯ প্রো মোবাইলের মূল্য নিয়ে:
বাংলাদেশে ওয়ান প্লাস ৯ প্রো মোবাইলটি ২০২১ সালের মার্চ মাসে লঞ্চ করা হবে এবং আশা করা যাচ্ছে মোবাইলটির মূল্য হবে ৯৫০০০ টাকা। ওয়ান প্লাস একটি বিগ বাজেটের মোবাইল তাই আমার মনে হয় এমন কনফিগারেশন এর মোবাইল তাও আবার ওয়ান প্লাস ৯ প্রো এমন দাম হওয়াটা স্বাভাবিক।