দিন দিন চাহিদা বাড়ছে স্মার্টফোনের। ব্যবহারকারী যেমন বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাজারে আসছে একের পর এক নানা ব্র্যান্ডের হ্যান্ডসেট। বাজার ধরতে চলছে জোর প্রতিযোগিতা। কে কার থেকে এগিয়ে যেতে পারে। মান ও সেবা ঠিক রেখে গ্রাহকের চাহিদা পূরণে সব প্রতিষ্ঠান অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনে যোগ করছেন নতুন সব ফিচার।
তবে আকর্ষণীয় ডিজাইন ও তুলনামূলক সাশ্রয়ী মূল্যের কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে শাওমি। বিশেষত একের পর এক ভিন্ন ব্র্যান্ডে স্মার্টফোন বাজারে এনে সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি।
চলতি বছরে ডজন খানেকেরও বেশি স্মার্টফোন বাজারে আনলেও ব্যয়সাধ্য ও গুণগত মানের এমন ১০টি শাওমির স্মার্টফোনের কথা জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকরাডার। বছরের সেরা ১০ শাওমি ফোন নিয়ে থাকছে আজকের ফিচার।
এক নজরে শাওমির সেরা ১০ স্মার্টফোন-
শাওমি মি নোট১০
শাওমি পোকো এক্স৩ এনএফসি
শাওমি মি১০
শাওমি মি ১০টি প্রো
শাওমি পোকো এফ২ প্রো
শাওমি মি ১০ প্রো
শাওমি ব্লাক শার্ক৩
শাওমি রিদমি নোট৯
শাওমি মি৯
শাওমি রেদমি নোট৯এস