প্রিমিয়াম ডিভাইসের কথা বললেই অনেকেরই আধ খাওয়া আপেলের লোগো যুক্ত অ্যাপল ব্র্যান্ডের কথা মাথায় আসে। মাস খানেক আগেই লঞ্চ হয়েছে সংস্থার নতুন আইফোন ১২ সিরিজ, যা লঞ্চের পরই বেশ হইচই ফেলেছিল। তবে এর পাশাপাশি অ্যাপল এর ফোল্ডিং ফোন নিয়েও স্মার্টফোন বাজারে চর্চার শেষ নেই। গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে আমেরিকান কোম্পানিটি ফোল্ডেবল ডিভাইসের ওপর কাজ শুরু করেছে। সম্প্রতি এই দাবি আরও জোরালো হলো। আসলে আজ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে অ্যাপল তাদের ডিভাইস প্রস্তুতকারক কোম্পানি ফক্সকন কে আপকামিং ফোল্ডেবল ইফোনে এর জন্য টেস্ট ইউনিট তৈরির নির্দেশ দিয়েছে।
রিপোর্ট জানানো হয়েছে, অ্যাপল ফোল্ডেবল আইফোন তৈরির জন্য তার সাপ্লায়ারদের হন-হাই (Hon Hai) নামের কোম্পানির (অ্যাপলের আইফোন চুক্তি প্রস্তুতকারক ফক্সকন (Foxconn)-এর চীনা শাখা) কাছে প্রয়োজনীয় কম্পোনেন্ট পাঠাতে বলেছে। এই চীনা সংস্থাটিকে টেস্টিংয়ের জন্য ফোল্ডেবল আইফোন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং একথা নিশ্চিত, অ্যাপল তার ফোল্ডেবল ফোনের টেস্টিং প্রক্রিয়া শুরু করতে প্রস্তুতি নিচ্ছে। তবে মনে করা হচ্ছে এই ফোল্ডেবল স্মার্টফোনটি ২০২২ সালের দ্বিতীয়ার্ধের আগে বাজারে আসবে না।
এর আগে জানা গিয়েছিল, ফোল্ডেবল স্মার্টফোন প্রস্তুতকারক তথা দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং, অ্যাপলের ফোল্ডেবল আইফোনের জন্য ডিসপ্লে প্যানেল সরবরাহ করতে পারে, যেখানে নিসেই (Nissei) নামের অন্য একটি কোম্পানি এই ফোনটির কলকবজা সরবরাহ করবে। তবে ফক্সকন, প্রথম ফোল্ডেবল আইফোন তৈরির পর সেগুলিকে একত্রিত করার দায়িত্বে থাকবে।
এও শোনা গেছে, অ্যাপল তার এই বিশেষ স্মার্টফোনটিতে OLED অথবা মাইক্রো-এলইডি ডিসপ্লে প্যানেল ব্যবহার করতে পারে, যা ডিভাইসের উৎপাদন পদ্ধতির ওপরেও বেশ প্রভাব ফেলবে। এক্ষেত্রে ডিভাইসে মাইক্রো-এলইডি স্ক্রিন থাকাটা বেশ মজাদার ব্যাপার, কিন্তু অ্যাপল এটি ব্যবহার করার মত এমন পর্যায়ে পৌঁছেছে কিনা সেটাই দেখার।
ইতিমধ্যেই স্যামসুং, হুয়াওয়ে এবং মোটরোলার মতো ব্র্যান্ডগুলি ফোল্ডেবল স্মার্টফোন বাজারে বেশ একটা বড় জায়গা দখল করে ফেলেছে। শাওমি, অপো বা ভিভোর মত চীনা সংস্থাগুলিও এই ধরণের ডিভাইস আনার কথা ভাবছে বলে জানা গিয়েছে। তাই, বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি সংস্থা অ্যাপলের প্রথম ফোল্ডেবল ডিভাইস নিয়ে কৌতুহল থাকা অবশ্যম্ভাবী!