একটা সময় ছিল, ওয়ানপ্লাসের লঞ্চ করা ফোনকে দূর থেকেই দেখতে স্বচ্ছন্দ বোধ করেন স্মার্টফোনপ্রেমীরা। কাজেই, বাজার চলতি অন্যান্য ফোনের সঙ্গে লড়াই করে উঠতে পারত না এই সংস্থার ফোন। কিন্তু বর্তমানে, ওয়ানপ্লাসের প্রতি মানুষের ভরসা ও প্রেম জন্মে গিয়েছে। যাঁরা ‘মিড লেভেল ফ্লাগশিপ’ ফোন কিনতে চায় তাদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে ওয়ান প্লাস।
চলুন দেখে নেই ওয়ানপ্লাস ৮টি সাইবারপাঙ্ক ২০৭৭ লিমিটেড এডিশন ফোনের রিভিউ
আনবক্সিং : প্রথমেই দেখতে পাবেন একটি হলুদ রঙ এর বক্স , কিন্তু এটা আসলে বক্সটা কে মুরিয়ে রেখেছে যেটা খুব সহজেই খোলা যায় । এটি খুললেই একটা কালো রঙের বক্স দেখতে পাবেন যেটা দেখলেই একটা প্রিমিয়াম ফিল হয় । কালো বক্সটি কখুললেই পাবেন একটি ওয়েলকাম নোট ,একটি স্টিকার এবং একটি পোস্টার । পাবেন একটি ৬৫ ওয়াটের ফাস্ট চার্জার , সাথে থাকছে একটি লাল রঙের ইউএসবি টাইপ –সি (type-C) ক্যাবল । এর নিচে থাকছে আরও একটি হলুদ বক্স , যেটাতে থাকছে একটি ব্যাককভার যেটা দেখতে খুব সুন্দর , এটাকে সুন্দর বললে ভুল হবে এটা দেখতে অসাধারণ , এবং একটি মেটালের তৈরি ব্যাচ যেটা অনেক ভারি ।
লুক : ফোনটা দেখতে অসাধারণ । এই বছরে যেত ফোন লন্স হয়েছে এটা তাদের মধ্যে লুকের দিক থেকে সবার উপরে । এটা তৈরি পলিকার্বনেটের অর্থাৎ প্লাস্টিক বিল্ডের একটি ফোন তবে ফোনটা ধরলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় । এর রেয়ার প্যানেলটা সবথেকে চমৎকার , এর মাঝের দিকে রয়েছে ম্যাট ফিনিশ এবং নিচের দিকে রয়েছে গ্লোসি ফিনিশ । এমনিতে যেঁকোনো ফোন ব্যাককভার ছাড়াই ভাল লাগে তবে এতে দেওয়া কভারটি ব্যাবহার করলে এটি আরও সুন্দর লাগে । এর ক্যামেরা বামটাকে কিন্তু খুব সুন্দর করা হয়েছে , এর ক্যামেরা মডিউলটা অনেক বড় যার ডানে 2077 লেখা আছে । এর নিচের দিকে রয়েছে টাইপ-সি (type-C) পোর্ট , একটি স্পিকার গ্রিল এবং একটি এক্সপেন্ডাবেল মেমরি স্লট এবং একটি মাইক্রোফোন । এর ডান পাশে রয়েছে পওয়ার বাটন , এলার্ট স্লাইডার , বামে রয়েছে ভলিউম রকার । এবং উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েস ক্যালকুলেশান মাইক । এতে কোনো ৩.৫ মি মি অডিও জ্যাক নেই ।
পারফর্মেন্স : এতে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম , প্রসেসর হিসেবে পাবেন স্ন্যাপড্রাগন ৮৬৫ । ৭ ন্যানো মিটার টেকনোলজিতে তৈরি যেটা ৫জি প্রসেসর । এর পারফর্মেন্স নিয়ে কিছু বলার নেই । এটা কোন অংশেই গেমিং ফনের চেয়ে কম না । সকল গেম স্মুদলি খেলতে পারবেন ।এতে ব্যাবহার করা হয়েছে অ্যান্ডোয়েড ১১ ।
ক্যামেরা : এর ফ্রন্টে রয়েছে ১৬ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ,যেটা আরও ভাল হতে পারত । ব্যাক সাইডে রয়েছে ৪৮ মেগা পিক্সেল সনির প্রাইমারি ক্যামেরা , ১৬ মেগা পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স , ৫ মেগা পিক্সেল ম্যাক্রো লেঞ্চ এবং একটি ২ মেগা পিক্সেল মনোক্রোম সেন্সর মোট ৪ টি ক্যামেরা এবং দুইটি ফ্লাশ লাইট । এতে ৪ কে ৬০এফপিএস এ তে ভিডিও রেকর্ড করা যায় । এর ছবির কুয়ালিটি অসাধারণ ।
ডিসপ্লে : এতে রয়েছে ফুল এইচডি + একটি ৬.৫৫ ইঞ্চি ফ্লুয়িড অ্যামুলেট স্কিন যার বাম সাইডে রয়েছে একটা ছোট্ট পাঞ্চহোল ।এটি ১২০ হার্জ রিফ্রেসরেট যুক্ত এইচডিআর ১০+ এবং ব্রাইটনেস খুব ভাল , ভিউইং অ্যাংগল ঠিক রয়েছে । এর ব্যাজেলছ একদম কম , একটা ফ্লেকসিপ ফোনের মত । এর ডিসপ্লেতে একটা প্রিমিয়াম ফিল পাবেন । তবে এটা কিন্তু ফ্লাট ডিসপ্লে । একে প্রটেক্ট করছে করনিং গরিলা গ্লাস ৫ ।
সিকিউরিটি : এতে সিকিউরিটির জন্য পাবেন একটি ইন ডিসপ্লে ফ্রিংঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা অনেক ফাস্ট । এতে রয়েছে ফেস আনলক সিস্টেম যেটাতে কোনো সমস্যা নেই ।
ব্যাটারি: এতে ব্যাবহার করা হয়েছে ৪৫০০ mAh একটি ব্যাটারি । যেটাকে চার্জ করার জন্য পাবেন ৬৫ওয়াট ফাস্ট চার্জার । ৪৫০০ mAh ব্যাটারি এবং ৬৫ওয়াট ফাস্ট চার্জার এর মজাই আলাদা । আপনি ফোনটা ৪০ মিনিটে ফুল চার্জ করতে পারবেন ।
সবশেষে বলা যায় এটা ওয়ানপ্লাস ৮ টির শুধু রেয়ার প্যানেল চেন্জ করা হয়েছে ।