একদম এন্ট্রি লেভেল বা কম বাজেটের ইউজারদের কথা মাথায় রেখে এবার ইনফিনিক্স ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে চমৎকার একটি স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট এইচডি ২০২১। আর ফোনটির দাম রাখা হয়েছে ৫৯৯৯ রুপি। বাংলাদেশের বাজারে সাত থেকে আট হাজার টাকার মধ্যে খুব শীঘ্রই আসতে চলেছে। তাই আজকে আমরা জানবো এই ফোনের ফুল স্পেসিফিকেশন এবং ভালো-মন্দ সকল দিক। চলুন শুরু করা যাক।
প্রথমেই কথা বলব ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। তো এই ফোনটির পেছনে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। তবে প্লাস্টিক হলে দেখতে বেশ ভালোই লাগবে। বিশেষ করে এর ক্যামেরা মডেল এর জন্য।ফোনটির ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন ও পাওয়ার বাটন। উপরের দিকে থাকছে 3.5 মম হেডফোন জাক এবং নিচের দিকে থাকছে মাইক্রোফোন ও মাইক্রো ইউএসবি পোর্ট। এখন আপনার ভাবছেন সিম ট্রে কোথায় গেল তাই না? আসলে এই ফোনের ব্যাক পার্টি খোলা যাবে এবং ডুয়েল সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে থাকছে 6.1 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। দাম অনুযায়ী এর ডিসপ্লে কোয়ালিটি আমি বলব ভালোই হয়েছে।
এরপর কথা বলা যাক এই ফোনের পারফরম্যান্স নিয়ে। যেহেতু এটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন তাই এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২০। যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা অক্টা কোর প্রসেসর। তবে এখানে এ২০ না দিয়ে যদি পি২০ দেওয়া হতো তাহলে পারফরম্যান্স টা আরো ভালো হতো। এছাড়া এই ফোনটিতে থাকছে একটি মাত্র ভেরিয়েন্ট। ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। যেখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ইএমসি 5.1। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন। যা রান করবে এক্সওএস 6.2 এর সাথে। মজার ব্যাপার হচ্ছে লো বাজেট এর এই ফোনটিতে ফেস আনলক এর পাশাপাশি থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এবার কথা বলবো এর ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে। এই ফোনের পেছনে থাকছে ৮ মেগাপিক্সেল এর সিঙ্গেল ক্যামেরা সেটআপ। যদিও দেখতে মনে হবে ডুয়েল ক্যামেরা। এর সাথে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট। আর সামনে থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইনফিনিক্স স্মার্ট এইচডি ২০২১ ফোনের সবচেয়ে হাইলাইট ফিচার হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। এই ফোনটিতে থাকছে ৫০০০ মিলি এম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি। এবং বক্সটির সাথেই থাকছে ৫ ওয়াট এর নরমাল চার্জার। তাই যারা কম বাজেটের মধ্যে দুর্দান্ত ব্যাটারি ক্যাপাসিটি এর ফোন চাচ্ছেন তারা এই ফোনটি ব্যবহার করতে পারেন। তো মোটামুটি এই ছিল ইনফিনিক্স স্মার্ট এইচডি ২০২১ এর ব্যাপারে সম্পূর্ণ স্পেসিফিকেশন।