মর্ডার্ন যুগের স্মার্টফোনগুলোতে ক্লিন ও মিনিমাল আউটলুক এক্সপেরিয়েন্স দিতে সাম্প্রতিক সময়ে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজির বিকল্প খুঁজে পেয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এসব ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লে নিচে থাকায় ফোনের বডিতে কিংবা ফ্রেমে থাকা আলাদা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের প্রয়োজন পড়ে না, যা অংকটা ফিচারিস্টিক ফিচারও বটে। তবে সম্প্রতি একজন সৃজনশীল রেডডিটর তার শাওমি স্মার্টফোনের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে একটি কার্যকরী ক্যামেরায় রূপান্তর করার উপায় খুঁজে পেয়েছেন। হ্যা, আপনি ঠিকই পড়েছেন!
মূলত ক্যাপাসিটিভ সেন্সরগুলোর ক্যাপাসিটার দিয়ে আঙুলের ছাপের তৈরি করে কিংবা বর্তমানে অপটিক্যাল সেন্সরের ক্ষুদ্র ক্ষুদ্র ক্যামেরার সাহায্যে আঙুলের ছবি তুলে কাজ করে থাকে স্মার্টফোনের ইন-ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট স্ক্যানার। তাই একজন রেডডিটর দেখতে চেয়েছেন যে, তার Xiaomi Mi 9 ডিভাইজটির ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির ক্যামেরা দিয়ে কী কী দেখা যায়। এই পরীক্ষাটি করতে নিজের ফোনে তিনি “Activity Launcher” নামের একটি থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করেছিলেন, যা ফোনের হিডেন অ্যাকটিভিটিজ রেকর্ড করে।
পরীক্ষা শেষে পরবর্তী তিনি রেডিটে একটি স্ক্রিন রেকর্ডিং ভিডিও আপলোড করেছেন। ডিভিওটিতে দেখা যাচ্ছে, রেডিটর তার ফোনে “Activity Launcher” অ্যাপটি খুলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সার্চ করেছিলেন। তারপরে, “লোকেশন সেন্সর” বাটনে ক্লিক করে তিনি একটি নতুন পেইজ খোলেন। আর এখানে ছোট একটি ভিউফাইন্ডারে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ডিজিটাল ক্যামেরাটির ছবি দেখা যায়। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে এই ডিজিটাল ক্যামেরাটি আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরার সুন্দর সেলফি তুলতে পারে না। এটি কেবলমাত্র ডিভাইজের ডিসপ্লের উপরের অবজেক্টগুলোতে ফোকাস করতে পারে।
উল্লেখ্য, ফ্যাক্টরি সেটিংসের মাধ্যমে এধনের পরীক্ষা-নিরীক্ষা ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো গুরুত্বপূর্ণ ও সেনসেটিভ হার্ডওয়্যার পার্টগুলোর ক্ষতি হবার ঝুঁকি সর্বদা থাকে। তাই “Activity Launcher” অ্যাপি ব্যবহার করে আপনার স্মার্টফোনের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে একটি ক্যামেরায় কথা ভাবলে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে।