২০২০ সালের বহুল আলোচিত এবং বাজার দখলকারী মোবাইল ফোন হচ্ছে শাওমি। নতুন বছরে আমরা দেখতে পাব শাওমি এম আই ১১ মোবাইলটি । চলুন দেখে আসি কেমন দেওয়া হচ্ছে এই মোবাইলের স্পেসিফিকেশন:
এই মোবাইলটিতে থাকছে ৬.৮১ ইঞ্চি বিশিষ্ট ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৪৪০X৩২০০ পিক্সেল এর। এখানে দেওয়া হয়েছে অ্যামোল্ড প্রযুক্তি। এছাড়া এই মোবাইলটির ওজন হবে মাত্র ১৯৬ গ্রাম যার আয়তন ১৬৪.৩X৭৪.৬X৮.১ মিলিমিটার।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়্যার নিয়ে:
শাওমি এম আই ১১ এর চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৮৮৮। সি পি ইউ থাকছে অক্টাকোর প্রসেসর। জি পি ইউ থাকছে অ্যাড্রিনো ৬৬০ I এই ফোনটিতে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র্যাম, ১২৮/২৫৬ জিবি এর ফোন স্টোরেজ। অতিরিক্তভাবে এস ডি কার্ড ব্যবহার করা যাবে না এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হবে এই ফোনটিতে এবং ডুয়েল সিম ব্যবহার করা যাবে এখানে। ফ্যাবলেট টাইপের ডিভাইস হবে এটির। রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ I
এবার আলোচনা করা যাক এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে:
শাওমি এম আই ১১ তে দেওয়া হয়েছে ত্রিপল রিয়ার ক্যামেরা। যার প্রাথমিক ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেল এর ১৩ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এবং ৫ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে এর উক্ত ফোনটিতে। ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ২০ মেগাপিক্সেল এর। ভিডিও রেকর্ডিং ১০৮০ পি ৩০ এফ পি এস। এই ফোনটিতে থাকছে ৫ জি, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। আরো থাকছে ফিংগার প্রিন্ট সেন্সর, অ্যাকসেলেরেমিটার। এছাড়া থাকছে ফেস আনলক ৷
শাওমি এম আই ১০ আই তে দেওয়া হয়েছে ৪৬০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। এবং ফাস্ট চার্জের জন্য দেওয়া হয়েছে ৫৫ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি I বেশ ভালই ব্যাটারি ব্যাকআপ দিবে উক্ত মোবাইলটিতে। গেমিং এর জন্য বেশ সহায়ক হবে এই ফোনটি । শাওমি এম আই ১১ এর প্রত্যাশিত মূল্য নির্ধারন করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৪৪,৯৯৯ রুপি। কনফিগার ও মূল্য অনুযায়ী মোবাইলটি বেশ ভালই হবে এই ফোনটি আপনি ও ব্যবহার করে দেখতে পারেন I