২০২১ সালের শুরুতেই রিয়েলমি ইন্ডিয়াসহ বাংলাদেশের বাজারে লঞ্চ করতে চলেছে রিয়েলমি এক্স৭ সিরিজের দুটি স্মার্টফোন রিয়েলমি এক্স৭ ৫জি এবং রিয়েলমি এক্স৭ ৫জি ভেরিয়েন্ট। ইতিমধ্যেই এই দুটি ফোন চায়নাতে লঞ্চ হয়েছে। যাতে থাকছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর, এমোলেড ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেল এর কোয়াড ক্যামেরা সেটআপ সহ বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার। আজকের এই আর্টিকেলে কথা বলবো শুধুমাত্র রিয়েলমি এক্স৭ 5জি কে নিয়ে। জানাবো এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন, এক্সপেকটেড দাম এবং লঞ্চ ডেট সম্পর্কে। চলুন শুরু করা যাক।
প্রথমেই আসি এই ফোনটি দেখতে কেমন হবে। বরাবরের মতো রিয়েলমির অন্যান্য সব ফোনের মতো এই ফোনের পেছনে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। যা দেখতে ফ্ল্যাগশিপ ডিভাইস এর মতো লাগবে। তবে গ্লাস বিল্ড হলে আরো ভালো হতো। এবার কথা বলা যাক ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে। ফোনটির ডানদিকে থাকছে পাওয়ার বাটন। বামদিকে থাকছে ভলিউম আপ ডউন বাটন। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন এবং নিচে থাকছে ডুয়েল ন্যানো সিম স্লট, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। থাকছে না 3.5mm এর হেডফোন জ্যাক। আর এই ফোন টি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে। ব্লু, হোয়াইট এবং রেইনবো। এবার আসা যাক ডিসপ্লের দিকে। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। যার 20:5 এসপেক্ট রেশিও। আর এর স্ক্রিন টু বডি রেশিও 82.6%। আর এর ডিসপ্লের প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিল্লা গ্লাস 3। তবে তাদের এখানে কর্নিং গরিল্লা গ্লাস 5 দেওয়া উচিত ছিল। যদিও এই ফোনের পজিটিভ দিক হচ্ছে এমোলেড ডিসপ্লে। যার ফলে ডিসপ্লের উপরে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সর্বোপরি এর ডিসপ্লে কোয়ালিটি ভালোই হয়েছে।
এবার কথা বলা যাক রিয়েলমি এক্স৭ এর পারফরম্যান্স নিয়ে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর ডায়মেনসিটি 800 ইউ। যা ইনবিল্ট 5জি সাপোর্ট করে এবং ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা অক্টা কোর প্রসেসর। এর সাথে RAM ভেরিয়েন্ট হিসেবে থাকছে 6জিবি+128জিবি এবং 8জিবি+128জিবি।
ডিসপ্লে ও পারফর্মেন্স এর পরে এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনের পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল,৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স,২ মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনের ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়েলমি এক্স৭ এর ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। ফোনটিতে রয়েছে 4300 মিলি এম্পিয়ার এর ব্যাটারি এবং বক্স এর সাথেই থাকছে 65 ওয়াট এর ফাস্ট চার্জার। অর্থাৎ মাত্র 30 মিনিটেই ফুল চার্জ করতে পারবেন।
সবশেষে কথা বলা যাক এই ফোনের দাম এর ব্যাপারে। ফোনটির বেজ ভেরিয়েন্ট এর দাম হতে পারে বাংলাদেশি টাকায় ২৭ থেকে 30 হাজার টাকার মধ্যে। আর এই বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই বাংলাদেশে ফোনটি লঞ্চ হতে পারে। তো মোটামুটি এই ছিল রিয়েলমি এক্স৭ ৫জি এর ব্যাপারে সর্বশেষ আপডেট।