চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ২০২০ সালের শেষের দিকে অক্টোবর মাসে বাজারে নিয়ে আসে তাদের নতুন ফোন ভিভো ভি২০ এসই (Vivo V20 SE)।
আসুন দেখে নিই কী কী ফিচার রয়েছে এই ফোনে।
ডিসপ্লে
ভিভোর এই ফোনে রয়েছে ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল।
অপারেটিং সিস্টেম
ফোনটি অ্যান্ড্রয়েড ১০ দ্বারা নিয়ন্ত্রিত।
চিপসেট
ফোনটিতে ব্যবহার করা হয়েছে qualcomm SDM665 snapdragon 665 (11nm) চিপসেট।
ভেরিয়েন্ট
ফোনটিতে রয়েছে ৮জিবি র্যাম। এবং সাথে রয়েছে ১২৮ জিবির বিশাল ইন্টারনাল স্টোরেজ।
নেটওয়ার্ক
ভিভোর অন্যান্য ফোনের মতো এই ফোনটিও মূলত ৪জি সাপোর্টেড। এছাড়াও, ফোনটি ২জি, ৩জি এবং ওয়াই-ফাই সাপোর্ট করে।
সিম
ফোনটিতে রয়েছে ডুয়াল সিমের সুবিধা। অর্থাৎ ব্যবহারকারী প্রয়োজনবোধে দুটি সিম ব্যবহার করতে পারবেন।
সেলফি ক্যামেরা
ফোনটিতে রয়েছে ৩২ মেগা-পিক্সেল (32MP) ওয়াইড ক্যামেরা। সাথে রয়েছে HDR মোডে সেলফি তোলার সুবিধা।
রিয়ার ক্যামেরা
ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোনে রয়েছে ৪৮ মেগা-পিক্সেল (48MP) ওয়াইড, ৮ মেগা-পিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ২ মেগা-পিক্সেল (2MP) এর ডিপথ ক্যামেরা।
এই ফোনে ৪৮ মেগা-পিক্সেল (48MP) এর রিয়ার ক্যামেরা থাকার কারণে ফোনে তোলা ছবিগুলো অনেক সুন্দর ও পরিষ্কার ওঠে। ফোনটিকে গরিবের ডিএসএলার বললেও ভুল হবে না!
ব্যাটারি
এই ফোনের অন্যতম শক্তিশালী দিক হচ্ছে এর অফুরন্ত ব্যাটারি লাইফ। যেহেতু, এই ফোনের র্যাম ৮জিবি। সেক্ষেত্রে অনেক সময় বাড়তি র্যাম তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাওয়ার কারণ হতে পারে। তাই সেদিকে লক্ষ রেখে ভিভো এই ফোনে দিয়েছে ৪১০০ মিলি-অ্যাম্পায়ার (4100 mAh) নন-রিমুভেবল লি-প্রো ব্যাটারি।
চার্জিং
ভিভোর এই ফোনে পাচ্ছেন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং এডাপ্টার। যা দ্বারা ৩০ মিনিটের কম সময়ে ৬২% পর্যন্ত ফোনে চার্জ দেওয়া সম্ভব।
সেন্সর
ফোনটিতে রয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা দ্বারা কোনো পাসওয়ার্ড দেওয়া ছাড়াই ডিসপ্লে তে আঙুল বসিয়ে ফোন আনলক করতে পারবেন।
বডি
ফোনটির ওজন মাত্র ১৭১ গ্রাম। আর ফোনটি ৭.৮ মিলিমিটার সরু। অর্থাৎ ফোনটি অনেক হালকা ও চিকন। যা খুবই কমফোর্টেবল।
কালার
গ্রাইভিটি ব্ল্যাক (grivity black) ও অক্সিজেন ব্লু (oxygen blue) এই দুই রংয়ে পাওয়া যাচ্ছে ফোনটি।
দাম
ভিভো ভি২০ এসই (vivo v20 SE) এর অফিসিয়াল প্রাইস রিলিজ হওয়ার পর ২৬ হাজার ৯৯০ টাকা ছিলো (BDT 26,990৳)। কিন্তু বর্তমানে ফোনটির দাম আরো কমানো হয়েছে। বর্তমানে ফোনটির দাম অফিসিয়ালি ২৪ হাজার ৯৯০ টাকা (BDT 24,990৳)। অর্থাৎ, ফোনটি ২৫ থেকে ২৬ হাজার টাকার মধ্যেই মার্কেট থেকে কিনতে পারবেন।