সদ্য শেষ হওয়া বছরের ডিসেম্বরে লম্বা লাফ দিয়েছে মোবাইল সংযোগ ও ইন্টারনেটে ব্যবহারকারীর সংখ্যা। দু’মাস ধরে কমতে থাকা মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ডিসেম্বরে বেড়েছে সাড়ে ৪ লাখ। এছাড়া মাসটিতে ১৭ লাখ ৭০ হাজার সংযোগ বেড়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সর্বশেষ হিসাবে, ২০২০ সাল শেষে দেশের মোট মোবাইল সংযোগ দাঁড়িয়েছে ১৭ কোটি ১ লাখ ৩৭ হাজার। এছাড়া মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার।
২০২০ সালের নভেম্বরে মোবাইল সংযোগ ছিল ১৬ কোটি ৮৩ লাাখ ৬৭ হাজার। অক্টোবের এই সংখ্যা ছিল ১৬ কোটি ৮০ লাখ ৬৯ হাজার, সেপ্টেম্বরে ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার, আগস্টে ১৬ কোটি ৬০ লাখ ২৮ হাজার সংযোগ ছিল। জুলাইয়ের মোট সংযোগ ছিল ১৬ কোটি ৪২ লাখ।
নভেম্বরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০ কোটি ১৯ লাখ ৫ হাজার। অক্টোবরে যা ছিল ১০ কোটি ২১ লাখ ৬ হাজার। আর সেপ্টেম্বরে ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার। টানা পাঁচ মাস বৃদ্ধি পর টানা দুই মাস ধরে কমে আবার বাড়তে শুরু করলো এই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।
বলা যায়, করোনার ধাক্কা কাটিয়ে জুলাই মাস হতে সংযোগ বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে অপারেটরগুলো।