অবশেষে শাওমি রেডমি সিরিজের আরেকটি নতুন ফোন রেডমি কে৪০ প্রো কনফার্ম হল ।এই ফোনটির প্রসেসর, ব্যাটারি, সফটওয়্যার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটিতে।
প্রথমে কথা বলা যাক ফোনের ডিসপ্লে নিয়ে। এই ফোনে আপনারা পাবেন ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এর পিপিআই ডেনসিটি হচ্ছে ৩৯৫ এবং এখানে ফুল এইচডি আর টেন প্লাস এর সাপোর্ট থাকবে। এবং আরো থাকবে কর্নিং গোএ লার গ্লাস ফাইভ এর প্রটেকশন ।
সব মিলে যদি আমরা দেখি এটি পারফেক্ট ডিসপ্লে হতে চলেছে উইথ পানচুয়াল। আউট অফ দা বক্স এটি রান করবে অ্যান্ড্রয়েড ইলেভেন এ । যেটি কাস্টমাইজ করা থাকবে মি ওয়াই টুয়েলভ এর সঙ্গে।
ফোনটি লঞ্চ করা হবে তিনটি ভেরিয়েন্ট এর সঙ্গে যথা:৬ জিবি রেম,৮ জিবি রেম,১২ জিবি রেম। সঙ্গে পাবেন স্টোরিজ ভেরিয়েন্ট ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। চীনে এর স্টার্টিং প্রাইস হবে ২৯৯৯ ইউ আর। যেটি ভারতের টাকায় কনভার্ট করলে হয় প্রায় ৩০০০০ থেকে ৩২০০০ টাকা। সত্যিই এত কম দামে এত ভালো ফিচার অবিশ্বাস্য।
সঙ্গে রেডমি কে৪০ প্রোতে আপনারা যে প্রসেসর পাবেন তাহলো স্নাপড্রাগণ ৮৮৮।এটি একটি অক্টা কোর প্রসেসর। এবং এটি একটি ফ্লেক্সি লেভেল এর প্রসেসর এবং স্ন্যাপড্রাগন এর এখন পর্যন্ত সর্বোচ্চ পাওয়ারফুল প্রসেসর। তাই এর পারফর্মেন্স কেমন হবে আশা করি সেটা আপনাকে আর বলতে হবে না। এই ফোনটিতে প্লে করতে পারবেন পাবজি, কল অফ ডিউটি এবং ফ্রী ফায়ার এর মত বিখ্যাত গেম গুলো। এখানে আপনারা পেয়ে যাবেন ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ব্যাকআপ।
এই ফোনটির পেছনের দিকে আপনারা পেয়ে যাবেন ৪টি ক্যামেরা। ১০৮ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা এবং সঙ্গে থাকবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,ম্যাক্রো লেন্স এবং ডেপ সেন্সর এর ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ। ৮ কে তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ৩০ এফ পি এস এর সঙ্গে এবং৪ কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ৬০ এফ পি এস এর সঙ্গে। এই ফোনের ফ্রন্ট এ আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এর। সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক এর সুবিধা।
তাছাড়া আই আর ব্লাস্টার ও এখানে থাকছে। তো বন্ধুরা ফোনটির যাবতীয় ফিচার দেখে বলা যায় যে বাজেটের মধ্যে এটি একটি অন্যতম সেরা ফোন।