সাউন্ড কনটেন্ট উপভোগ করতে সবচেয়ে দরকারী জিনিসটি হচ্ছে ইয়ারফন৷ কিন্তু, কম দামের ইয়ারফোন গুলো তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চিন্তার কোন কারণ নেই। বর্তমানে এরকম অনেক ইয়ারফোন অথবা গেজেটের ব্র্যান্ড রয়েছে যারা কম বাজেটের ভিতর ইয়ারফোন বাজারে এনেছে। যেগুলো থাকবে আপনার বাজেটের মধ্যেই। এরকমই চারটি ইয়ারফোন নিয়ে হবে আজকের কথা। যেগুলোর দাম ৫০০ টাকার নিচে। আজ এই ইয়ারফোন গুলোর ব্যাপারে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের।
নিচে গিয়ে জেনে আসি ইয়ারফোন গুলোর ব্যাপারে বিস্তারিত কিছু তথ্যঃ⤵
১. লেনেভো এইচ২০৪ঃ
‘লেনেভো’ অনেক নামিদামি একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি স্মার্টফোনও বাজারে বিক্রি করে থাকে। ‘লেনেভোর’ এই ইয়ারফোনটি হচ্ছে মূলত একটি ব্লুটুথ ইয়ারফোন। যেটার নাম ‘স্পোর্টস ওয়ারলেস ইয়ারফোন’। এই ওয়ারলেস ইয়ারফোন এর মাঝামাঝি অবস্থানে রয়েছে একটি ব্লুটুথ মডিউল।ব্লুটুথ এই মডিউল এর মধ্যে রয়েছে তিনটি সুইচ, যেগুলো দিয়ে আপনি এই ওয়ারলেস ইয়ারফোন টি কন্ট্রোল করতে পারবেন। মডিউল এর পাশে আরও রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা দিয়ে এটি করা যাবে। ইয়ারফোন টির ক্যাবল বাজেট সেগমেন্টে ভালই ছিল। ওয়ারলেস ইয়ারফোন টি ফুল চার্জ হতে সময় লাগে দেড় ঘণ্টা এবং এটি ব্যাকআপ দিবে ৬ ঘন্টার মত। সাউন্ড কোয়ালিটির দিকে বিবেচনা করলে ইয়ারফোনটি বেজ লাভারদের জন্য একটি অসাধারণ প্যাকেজ। তবে অন্যান্য যেকোনো ধরনের গানই খুব সুন্দর ভাবে শোনা যাচ্ছিল। তবে এই ইয়ারফোনটিতে বেশ একটু বেশি। ওয়ারলেস এয়ারফোন টির দাম হচ্ছে ৪৯০ টাকা।
২. পি ৪৭ঃ
এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো এটি ইয়ারফোন নয়, মূলত এটি হচ্ছে একটি হেডফোন। ৫০০ টাকার কম বাজেটে একটি হেডফোন!! ভাবা যায়। পি ৪৭ হচ্ছে একটি ব্লুটুথ হেডফোন। হেডফোন টির একপাশে ড্রাইভার চেম্বারে উপরে রয়েছে কন্ট্রোলার। যেটা দিয়ে সাউন্ড কমানো বাড়ানো এবং হেডফোনটির মিউজিককে কন্ট্রোল করা যাবে। হেডফোনের আরেকটি সুবিধা হচ্ছে, এটি আপনি আপনার স্মার্টফোনের সাথে ব্লুটুথ কানেক্ট না করেও গান শুনতে পারবেন। কারন এটাতে দেওয়া হয়েছে একটি মেমোরি কার্ড স্লট, যেটাতে মেমোরি লাগিয়ে গান শুনতে পারবেন। এটার ড্রাইভারে আরো রয়েছে একটি চার্জিং পোর্ট। ফুল চার্জে হেডফোনটি ব্যাকআপ দিবে ৪ ঘন্টা। হেডফোন টির সাউন্ড কোয়ালিটি ছিল অসাধারণ ক্লিয়ার। যেকোনো ধরনের মিউজিকই খুব সুন্দর ভাবে সাউন্ড ক্রিয়েট করতে পেরেছিল। এই হেডফোনটির দাম মাত্র ৩৮০ টাকা।
৩. আই ১১ঃ
৫০০ টাকার নিচের বাজেটে একটি ইয়ারপোড।অবাক হওয়ার কিছুই নেই। কারণ এই বাজেটে অনেক ডুপ্লিকেট ইয়ারপোড বাজারে এভেইলেবেল আছে। তবে এই ইয়ারপোডটি একটু ভিন্ন। অনেকেই থাকে অ্যাপেল ব্র্যান্ডের ইয়ারপোড ব্যবহার করার অনেক ইচ্ছা, কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারছে না। তাদের জন্য এই ইয়ারপোডটি। ইয়ারপোডটির লুক সুন্দর হলেও, এর সাউন্ড কোয়ালিটি অতটা সুন্দর ছিল না। শুধুমাত্র শো অফ করার জন্য ইয়ারপডটি কিনলে কিনতে পারেন। এটির দাম ৩৮০ টাকা।
৪. ইউশি এইচএম ৯ঃ
আমাদের বাজেট ইয়ারফোন এর, সর্বশেষ ইয়ারফোনটি হচ্ছে ‘ইউশি’ ব্র্যান্ডের। ‘ইউশি’র ইয়ারফোন গুলো সত্যিই অসাধারণ হয়ে থাকে। এরকমই ‘ইউশি’র একটি ইয়ারফোনের মডেলের নাম হচ্ছে ‘এইচএম ৯’। ইয়ারফোনটিতে যে তারটি ছিল সেটার কোয়ালিটি ছিল অসাধারণ এবং এর ডিজাইনটাও ছিল অস্থির। ইয়ারফোনের তারের মাঝামাঝি অবস্থানে রয়েছে একটি ড্রাইভার, যেটার মাধ্যমে মিউজিক কন্ট্রোল এবং ভলিউম কমানো বাড়ানো যাবে। ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি ছিল নেক্সট লেভেলের। মানে এই বাজেটে একশো তে একশো। যারা স্মার্টফোন গেইমার তারাও এই ইয়ারফোনটি ব্যবহার করতে পারবে। সব মিলিয়ে বাজেট সেগমেন্টে এই ইয়ারফোনটি ছিল সেরা। ইয়ারফোনের দাম হচ্ছে মাত্র ৪৫০ টাকা।