স্মার্টওয়াচের সাথে আমরা সবাইই কমবেশি পরিচিত। এটি ব্যাবহার করলে নিজেকে আরেকটু স্মার্ট স্মার্ট লাগে। তাছাড়া বর্তমানে এটি একটি ট্রেন্ডও বটে। কিন্তু, একটি স্মার্টওয়াচ কিনতে গেলে তো খরচ করতে হবে অনেক টাকা। এই কথা মাথায় রেখে ‘শাওমি’, বাজারে নিয়ে এসেছে নতুন একটি স্মার্টওয়াচ। যেটির মডেলের নাম ‘এমআই ওয়াচ লাইট’। অল্প টাকার মধ্যেই বাজারে পাওয়া যাবে এই স্মার্টওয়াচটি। আজ এই স্মার্টওয়াচটি নিয়েই হবে কিছু কথা।
আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, কি কি আছে এই স্মার্টওয়াচটির মধ্যে। তো চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এই স্মার্টওয়াচটির ব্যাপারে বিস্তারিতঃ⤵️
‘শাওমি’র এই ঘড়িটির ভালো লাগা একটি দিক হচ্ছে এটির ডিজাইন। ‘শাওমি’ এটিকে অন্য সব স্মার্টওয়াচের থেকে কিছুটা ভিন্নভাবে ডিজাইন করে বাজারর এনেছে। মেটাল বিল্ড ডিসপ্লেটা ছিলো দেখার মতো। দেখতে অনেকটা অ্যামোলেডের মতো লাগতে পারে। কিন্তু, এর ডিসপ্লেতে দেয়া হয়নি অ্যামোলেড প্যানেল। তারপরও দেখতে বেশ প্রিমিয়াম লাগছিলো।
৩৫ গ্রামের এই ঘড়িটি হাতে পরে অনেক কম্ফোর্ট ফিল হয়। হাতে খুব সুন্দরভাবেই এটে যাবে এটি। ঘড়িটির বেল্টও ছিলো বেশ ইউনিক। মানে অন্য সব স্মার্টওয়াচের বেল্ট হালকা সোজা থাকে, সেক্ষেত্রে এই স্মার্টওয়াচটির বেল্ট দেয়া হয়েছে গোলাকার শেপের। যেনো হাতের জন্যই বানানো হয়েছে।
এই ঘড়িটির ১.৪ ইঞ্চির ডিসপ্লেটি হচ্ছে, ৩২০×৩২০ রেজুলেশনের এবং পিপিআই ডেনসিটি হচ্ছে ৩২৩। যেটা আরেকটি অসাধারন ব্যাপার। ডিসপ্লেটি খুবই শার্প ছিলো এবং এর ভিতরের পিকচার কোয়ালিটি ছিলো দেখার মতো। এটি অনেক ভিভিড এবং এর ব্রাইটনেসও যথেষ্ট। ডে লাইটেও ঘড়িটি অসাধারণ ভাবে ব্রাইট ছিলো।
ঘড়িটিতে বিল্ড ইন জিপিএস রয়েছে। যেটা অনেক উপকারী একটি জিনিস। রয়েছে হার্টরেট সেন্সর। যেটা দিয়ে আপনার হার্টবিট রেট দেখতে পারবেন। এছাড়াও আপনার শরীরের ফিজিক্যাল অ্যাকটিভিটি এবং কতক্ষণ ঘুমালেন সেটাও দেখা যাবে এই ঘড়িটিতে।
ঘড়িটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটি ওয়াটারপ্রুফ। সো ঘড়িটি পড়ে সাঁতার কাটা এবং বৃষ্টিতে ভিজলে কোন সমস্যা হবে না। এই বাজেটে এরকম একটি জিনিস দেয়া সত্যিই অসাধারন একটি ব্যাপার। অনেক দামী স্মার্টওয়াচও ওয়াটার রেসিস্টেন্ট হয়না। সেক্ষেত্রে এই ঘড়িটি অনেক এগিয়ে থাকবে।
ঘড়িটিতে দেওয়া হয়েছে ২৩০ এমএইচের ব্যাটারি, যেটা ফুল চার্জ হতে সময় লাগে ১.৫ ঘণ্টা। যেটা ব্যাকআপ দিবে আট দিন। তবে, আরো কিছুদিন ব্যাকআপ পাওয়া গেলে ভালো হতো।
ঘড়িটি আপনার ফোনের সাথে কানেক্ট করা যাবে একটি অ্যাপস এর মাধ্যমে, যেটির নাম ‘শাওমি উয়িয়ার’। এই অ্যাপটি ব্যবহার করে ঘড়িটিতে বিভিন্ন ধরনের ওয়ালপেপার সেট করতে পারবেন। স্মার্টওয়াচটিতে বিভিন্ন ওয়ালপেপার এমনিতেই রয়েছে, তার উপর মোবাইল দিয়ে আবার অনেকগুলো ওয়ালপেপার ব্যবহার করতে পারা সত্যিই অসাধারণ একটি ব্যাপার।
সব মিলিয়ে স্মার্টওয়াচটি ভালোই ছিলো। বিশেষ করে স্মার্টওয়াচটির ডিজাইন এবং এটি ওয়াটার রেসিস্টেন্ট হওয়াটা আরো অসাধারণ ব্যাপার ছিলো। দাম অনুযায়ী স্মার্টওয়াচটি অনেক ভালো। এই দামে স্মার্টওয়াটিতে যা আছে, অন্য কোন স্মার্টওয়াচে সেগুলো সচরাচর থাকেনা।
বর্তমানে এর দাম হচ্ছে ৫২৯০ টাকা।