মাইক্রোসফট কম্পানি সম্পর্কে আমাদের বেশিরভাগেরই ধারণা যে তারা শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সফটওয়্যার ও অফিস অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করে। কিন্তু ব্যাপারটা আসলে তেমন না। আমরা অনেকেই হয়ত মাইক্রোসফটের অন্যতম বড় একটি প্রোডাক্ট সেকশান সম্পর্কে জানিই না। হ্যাঁ, কথা বলছি মাইক্রোসফটের সার্ফেস প্রো ল্যাপটপ সিরিজের কথা। আর এই ল্যাপটপ সিরিজের যে মডেল নিয়ে কথা বলব তা হলো সার্ফেস প্রো ৭। যা পাওয়া যাবে আমাদের এই বাংলাদেশেই তাও আবার অফিশিয়াল ভার্সন। এটা আপনি স্টারটেকে পেতে পারেন।
তবে চলুন জেনে নেওয়া যাক এই ল্যাপটপে কী কী আছে।
এই ল্যাপটপে আছে ১০ম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর। এই প্রসেসরের মডেল হলো আই৫-১০৩৫জি৪। এর ক্লক স্পীড ১.১ গিগাহার্য থেকে শুরু করে ৩.৭ গিগাহার্য পর্যন্ত করা যাবে।
বরাবরের মতোই মাইক্রোসফট অন্যান্য প্রিমিয়াম ল্যাপটপের মতো এটাতেও দিয়েছে একটা ৩:২ অ্যাস্পেক্ট রেশিও বিশিষ্ট একটি টাচস্ক্রীন ডিস্প্লে। এই ডিস্প্লের আকৃতির কথায় আশা যাক। এই ল্যাপটপের ডিস্প্লে হিসেবে দেওয়া আছে ১২.৩ ইঞ্চির পিক্সেলসেন্স ডিস্প্লে। যার রেজুলেশান হলো ২৭৩৬x১৮২৪। আর এর পিক্সেল রেট হলো ২৬৭ পিক্সেল/ইঞ্চি। এতে আছে ১০ পয়েন্ট মাল্টি টাচ সুবিধা যার ফলে একই সময় একাধিক যায়গায় টাচ করলেও কাজ করবে।
এতে আছে একটি ১২৮ গিগাবাইটের এসএসডি কিন্তু কোন হার্ড ডিস্ক নেই। আর র্যাম হিসেবে দেওয়া থাকছে ৮ গিগাবাইটের এলপিডিডিআর৪ এক্স র্যাম।
এতে আছে ইন্টেল আইরিস প্লাস গ্রাফিক্স এবং উইন্ডোজ ১০ জেনুইন অপারেটিং সিস্টেম। এতে থাকছে একটি সার্ফেস কানেক্ট পোর্ট যা দিয়ে ল্যাপটপ চার্জ করা যাবে। কিন্তু কোন চার্জার বা অ্যাডাপ্টার দেওয়া হয়নি। তবে এর ব্যাটারি ব্যাকআপ আপনাকে হতা করবে না। এই ল্যাপটপ একবার ১০০% চার্জ করলে টানা সাড়ে ১০ ঘন্টা চলতে পারবে।
এতে আছে ডুয়াল ফার-ফিল্ড স্টুডিও মাইক এবং ১.৬ ওয়াটের ডলবি অডিও প্রিমিয়াম সুবিধাসহ স্টেরিও স্পিকার। এতে কোন অপটিক্যাল ড্রাইভ দেওয়া হয়নি। তবে এতে আছে একটি টাইপ কভার কি-বোর্ড ও একটি মাইক্রো এসডিএক্সসি কার্ড রিডার।
এতে আরও আছে ২টি ওয়েবক্যাম। ২টিই ১০৮০ পিক্সেলের এবং সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল ও পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল বিশিষ্ট। এই ল্যাপটপে এগুলোর সাথে আছে উইন্ডোজ হ্যালো ফেস অথেন্টিকেশানের সুবিধা।
এতে আছে ওয়াইফাই ৬ এবং ব্লুটুথ ৫.০ প্রযুক্তি। সুতরাং এর তারবিহীন সংযোগ অসাধারণ। এতে আছে একটি করে ইউএসবি টাইপ-এ, ইউএসবি টাইপ-সি ও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।
২৯২ মিলিমিটার দৈর্ঘ্যের এইল্যাপটপটির ওজন মাত্র ৭৭৫ গ্রাম। ১বছরের ওয়ারেন্টি সহ এই ল্যাপটপ বাংলাদেশে স্টারটেকে অফিশিয়ালি পাবেন প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকায়।