শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস এমআইইউআই ১২ আপডেট পেলে রেডমি সিরিজের দুই মডেল। এগুলো হলো রেডমি ৮ এবং রেডমি ৮এ। এই আপডেটের ফলে আগের থেকে ফোনের পারফরম্যান্স আরও উন্নততর হবে। এক লহমায় সমস্ত অ্যাপ খুলে ব্যবহার করতে পারবেন ইউজারেরা। লেটেস্ট এই সফটওয়্যার আপডেটে শাওমি রেডমি মোবাইলের ইন্টারফেস লেভেলে বেশ কিছু বদল এনেছে।
রেডমি ৮ যে আপডেট পাচ্ছে, তার ফাইল সাইজ ২.১ জিবি। রেডমি ৮ এ যে আপডেট পাচ্ছে তার ফাইল সাইজ ১.৮ জিবি। এই সব রেডমি স্মার্টফোন ব্যবহারকারীরা স্টোরেজ এবং নোটিফিকেশন শেডেও বিশেষ কিছু পরিবর্তন দেখতে পারবেন।
এই আপডেটের ফলে রেডমি ফোন দুইটির অপারেটিং সিস্টেমের ভার্সনে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আগের মতোই এই দুই ফোন অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম কাজ করবে।