প্রযুক্তি বিষয়ক নিউজ ওয়েবসাইট টেকজুম ডটটিভির রংপুর জেলার প্রতিনিধি হলেন রাঙাপল্লীর সত্ত্বাধিকারী আখি মনি।
দেশের বিভিন্ন অঞ্চলের তুলনায় আধুনিক সুবিধায় উত্তর বঙ্গ কিছুটা পিছিয়ে। অনলাইনে উত্তর বঙ্গে উৎপাদিত পণ্যের কনটেন্ট বাড়াতে পারলে চাহিদা বৃদ্ধি পাবে এবং ই-কমার্সের মাধ্যমে সারাদেশে পণ্য গুলো ছড়িয়ে দেওয়া যাবে। রংপুরের ই-কমার্সের সম্ভাবনা তুলে ধরতে পারলে আগ্রহী হবে অনেক উদ্যোক্তা বিনিয়োগকারি সহ সংশ্লিষ্ট সবাই।
রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজে অনার্স করছেন। তিনি গতবছর থেকে বাটিক, তাঁতের শাড়ি, রংপুরের সতরঞ্জি নিয়ে অনলাইনে কাজ করছেন। ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ ফেসবুক গ্রুপে দীর্ঘদিন যাবৎ লেখালেখি করে আসছেন। টেকজুম প্রত্যাশা করে রংপুর জেলার দেশি পণ্য, উদ্যোক্তা, ই-কমার্স সম্ভাবনা সহ সার্বিক বিষয় উঠে আসবে আখির লেখালেখিতে।
টেকজুম জেলা প্রতিনিধি হওয়ায় আখি বলেন, আমার এলাকায় উদ্যোক্তারা অনেক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের উদ্যোগ, পণ্য সহ সার্বিক বিষয়ে তুলে ধরার সুযোগ পেয়েছি তাই টেকজুম ডটটিভিকে আন্তরিক ধন্যবাদ। আমাদের অনেক উদ্যোক্তা গ্রাম থেকে অনলাইনে দেশি পণ্য নিয়ে কাজ করে। নিয়মিত গ্রাম থেকে শহরে এসে পণ্য কুরিয়ার করে।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি লেখালেখির মাধ্যমে উদ্যোক্তাদের উৎসাহ দিতে পারলে তারা আরও বেশি উদ্যোম নিয়ে কাজ করবে এবং নতুন নতুন উদ্যোক্তা আগ্রহী হবে ই-কমার্সে কাজ করার।