২০১৬ সালে স্মার্টফোন বাজার ছেড়েছিলো ব্ল্যাকবেরি। টিসিএলের সাথে চুক্তি করে নতুন অ্যান্ড্রয়েড ফোন আনলেও সুবিধা করতে পারেনি ব্ল্যাকবেরি। মূলত অ্যান্ড্রয়েড ও আইওএসের জনপ্রিয়তায় টিকতেই পারেনি প্রতিষ্ঠানটি। তবে চলতি বছরের শেষ নাগাদ স্মার্টফোন বাজারে পুনরায় আসতে যাচ্ছে ব্ল্যাকবেরি স্মার্টফোনটি।
ব্ল্যাকবেরি ব্র্যান্ডের নতুন মালিকানা প্রতিষ্ঠান টেক্সাসভিত্তিক স্মার্টআপ অনওয়ার্ডমোবিলিটি চলতি বছরের শেষ নাগাদ ব্ল্যাকবেরি ব্র্যান্ডের নতুন ডিভাইস আনার বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছর টিসিএলের সাথে ব্ল্যাকবেরির অংশীদারিত্ব শেষ হয়। এরপর অনওয়ার্ডমোবিলিটির সাথে চুক্তি করে ব্ল্যাকবেরি। গতবছরেই জানা যায়, লাইসেন্সিং অংশীদারিত্বের আওতায় ইউরোপ ও উত্তর আমেরিকায় ফিরবে ব্ল্যাকবেরি।
নতুন এই ফোনটি হবে ফাইভজি স্মার্টফোন। নিরাপত্তায় মূল নজর রেখে নতুন এই ফোন তৈরির কাজ করছে। থাকবে ফিজিক্যাল কিবোর্ড। আর এই স্মার্টফোন বানাতে ফক্সকনের সাথে কাজ করছে অনওয়ার্ডমোবিলিটি।