দেশের জনপ্রিয় টেকনিউজ পোর্টাল টেকজুমের বনশ্রী প্রতিনিধি নির্বাচিত হয়েছে সিরাজুম মুনিরা। আজ বুধবার এ দায়িত্ব গ্রহণ করেন মুনিরা। দেশীয় হিজাব, বোরখা, খিমার নিয়ে কাজ করেন আবায়া স্টোরির স্বত্বাধিকারী সিরাজুম মুনিরা।
রাজধানীর বনশ্রীতে দিনে দিনে বাড়ছে দেশি পণ্যের উদ্যোক্তা। তাদের কথা পর্যাপ্ত আসছে না সংবাদমাধ্যমে। এ সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিনিধি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেকনিউজ পোর্টাল টেকজুম।
করোনাকালীন সময়ে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে নিজ উদ্যোগ আবায়া স্টোরির যাত্রা শুরে করেছিলেন সিরাজুম মুনিরা। ফেসবুকের মাধ্যমে গত একবছরের বেশি সময়ে ১০ লাখ টাকার বেশি বিক্রি করেছেন তিনি। টেকজুমে দেওয়া এক সাক্ষাৎকারে (২৪ আগষ্ট ২০২০) মুনিরা বলেন, উদ্যোক্তা হতে টাকার চেয়ে বেশি প্রয়োজন শেখার আগ্রহ এবং দীর্ঘ সময় ধরে চেষ্টা করা।
টেকজুমের বনশ্রী প্রতিনিধি হওয়ায় মুনিরা বলেন, ক্যারিয়ার এর শুরু থেকে ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ ভাইয়ার সাথে কাজ করার অভিজ্ঞতা গুলো কাজে লাগাতে চাই এই দায়িত্ব নেয়ার মাধ্যমে। টেকজুম টিভিকে অনেক ধন্যবাদ এই দায়িত্ব দেয়ার জন্য৷