দিন যত যাচ্ছে দেশের বাজারে ট্যাবের চাহিদা এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে । কেননা ল্যাপটপ কম্পিউটারের পর যদি কোন উত্তরসূরী থেকে থাকে তাহলে সেটি হল ট্যাব। আর সেই চিন্তা ধারাকে মাথায় রেখে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন ট্যাব ওয়ালপ্যাড টেন পি। কি থাকছে ১০.৫ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ এই বিরাট ট্যাবে , চলুন জেনে আসা যাক !
তাহলে প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক
ট্যাবের বক্সে যা যা থাকছেঃ
১। একটি স্ক্রীন প্রটেক্টর
২।ট্যাব
৩।কেজ
৪।চার্জার
৫।ইউএসবি পোর্ট
ডিজাইন
ওয়ালটন তাদের নতুন এই ট্যাবটিতে একটি প্রিমিয়াম লুক ব্যবহার করেছে ।এর রেয়ার টি সম্পূর্ণ মেটালের তৈরি । এছাড়া বাকি সব প্লাস্টিক বিল্ড। এখানে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট । তার সাথে রয়েছে দুইটি স্পিকার গ্রিল। ট্যাবের ডান সাইডে রয়েছে ভলিউম ব্রকার এবং পাওয়ার বাটন বাম পাশে রয়েছে একটি সিম স্লট।
ডিসপ্লে
ওয়ালটনের এই ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে ১০.৫ ইঞ্চির একটি বিরাট ডিসপ্লে। রেজুলেশন এইচডি প্লাস। কোন ধরনের প্রটেক্টর ব্যবহার করা হয়নি। ইনডোর যথেষ্ট ভালো পারফর্মেন্স করে। সানলাইট এ পারফরম্যান্স কিছুটা ডাউন হয়। তবে তা মানিয়ে নেওয়ার মতো । টাচ রেসপন্স ছিল অসাধারণ। তবে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিছুটা লেগের দেখা যেতে পারে!
প্রসেসর এবং স্টোরেজ:
এই ট্যাবটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে ৪/১২৮ জিবি ভেরিয়েন্টে ।প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি । অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ১০। দৈনন্দিন জীবনে আমরা সাধারণত যেসকল কাজগুলো করে থাকি সেগুলোর সবকিছুই মোটামুটি ভালো পারফরম্যান্স করছিল। গেমিং পারফরম্যান্স ছিল এভারেজ। ফ্রী ফায়ার লাভারদের জন্য উপযুক্ত বলা চলে !
এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে
ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেলের এর একটি ক্যামেরা ।যথেষ্ট ডেলাইট পেলে দুইটি খুব ভালো পারফর্মেন্স করে। শার্পনেসের একটু ঘাটতি লক্ষ্য করা যায় তবে তা মানিয়ে নেওয়ার মতো।
সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেডিমেট সোশ্যাল মিডিয়া পিক না হলেও তার কাছাকাছি বলা চলে । জানি ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগে।
অনেকেই ট্যাব আঁকাআঁকির কাজে ব্যবহার করে থাকে ।তাদের জন্য এটি একদম উপযুক্ত বলা চলে ।
দাম নির্ধারণ করা হয়েছে ১৭০০০ টাকা !
দিনশেষে এটুকুই বলার এইসকল সুপার পারফর্মার গ্যাজেট যদি প্রতিনিয়ত ওয়াল্টন লঞ্চ করে চলে তাহলে বিশ্ববাজারে হয়তো একদিন রিয়েলমি , স্যামসাং এর মতো জায়ান্টদের সাথে টক্কর দেবে ওয়ালটন !