সমস্ত জল্পনাকে সত্যি করে আজকের ভার্চুয়াল ইভেন্টে ছ-ছটি নতুন নকিয়া স্মার্টফোন লঞ্চ করেছে এইচএমডি গ্লোবাল, যা নকিয়া সি১০, নকিয়া সি২০, নকিয়া জি১০, নকিয়া জি২০, নকিয়া এক্স১০ এবং নকিয়া এক্স২০ নামে বাজারে পা রেখেছে। এক্ষেত্রে নকিয়া জি সিরিজটিকে মিড-রেঞ্জার বা ‘ভ্যালু ফর মানি’ লেবেল দেওয়া হলেও এবং এক্স সিরিজের ফোনগুলি প্রিমিয়াম বা টপ-লাইন আখ্যা পেলেও, নকিয়া সি সিরিজের অধীনস্থ ফোনদুটিকে চালু করা হয়েছে এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবে। তবে সাশ্রয়ী মূল্যের এই নকিয়া সি১০ এবং নকিয়া সি২০ ফোন দুটি তে এত ফিচার ঠাসা রয়েছে, যাতে এগুলির গ্রাহকরা কোনোভাবেই নিরাশ হবেন না!
আসুন এই নকিয়া সি১০ এবং নকিয়া সি২০ ফোন দুটির স্পেসিফিকেশন, দাম এবং লভ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
নকিয়া সি১০ এবং নকিয়া সি২০ এর স্পেসিফিকেশন:
প্রথমেই বলে রাখি, নকিয়া সি১০ এবং নকিয়া সি২০– দুটি এন্ট্রি-লেভেলের হ্যান্ডসেটেই ৬.৫১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রেজোলিউশন ৭২০×১,৬০০ পিক্সেল, পিক ব্রাইটনেস ৪০০ নিট এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এক্ষেত্রে দুটি ফোনেই 2D পাণ্ডা গ্লাস প্রোটেকশন থাকবে বলে জানা গিয়েছে। আবার দুটি ফোনেই LED ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট বর্তমান। আবার দুটি ফোনেই ২ জিবি পর্যন্ত র্যাম এবং ১০ ওয়াট চার্জিং প্রযুক্তিসহ ৩,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি উপলব্ধ। তবে সি১০এ যেখানে শুধুমাত্র ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে, সেখানে সি২০ ফোনটি ১৬ জিবি এবং ৩২ জিবি স্টোরেজ বিকল্পে কেনা যাবে। আবার, সি১০ মডেলটি কোয়াড-কোর ইউনিসোক এসসি 7331 ই এসসিপ্রসেসরে চালিত হলেও, সি২০ তে অক্টা-কোর ইউনিসোক এসসি 9৮63 এ এসসি প্রসেসর রয়েছে।
অন্যান্য ফিচারের কথা বললে, দুটি ফোনই অ্যান্ড্রয়েড ১১ ওএসে চলবে এবং আগামী তিন বছরের সফ্টওয়্যার আপডেট পাবে বলে আশ্বাস দিয়েছে নির্মাতা সংস্থা। তাছাড়া এগুলিতে 4 জি এলটিই, ওয়াই-ফাই 802.11 বি / জি / এন, ব্লুটুথ ভি 4.2, জিপিএস / এ-জিপিএস, এফএম রেডিও, মাইক্রো ইউএসবি কানেক্টিভিটি এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকের সুবিধা রয়েছে। আছে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট নোটিফিকেশন লাইট এবং প্রক্সিমিটি সেন্সরের মত কিছু বিশেষ বোর্ড সেন্সরও।