জনপ্রিয় টেক ব্র্যান্ড অপো তাদের মোটো সিরিজের নতুন স্মার্টফোন ‘অপো এ ৯৫ ফাইভজি’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি রোমের ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
প্রসেসর
সকল ফিচারের সুন্দরভাবে চালাতে একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কর্মক্ষমতা প্রদান করবে।
অপারেটিং সিস্টেম
অপো এ ৯৫ ফাইভজি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১, কালারওএস ১১.১।
ডিসপ্লে
অপো এ ৯৫ ফাইভজি ফোনে আছে ৬.৪৩ ইঞ্চির আমোলেড ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন বডি রেশিও ৮৪.৯ শতাংশ ও ৪০৯ পি পি আই ডেনসিটি এবং ডিসপ্লে রেজুলেশন ১০৮০X২৪০০ পিক্সেলস।
ক্যামেরা
ফোনটিতে ট্রিপল ক্যামেরা রয়েছে। এতে একটি ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামাসহ বিভিন্ন ফিচার রয়েছে।
ফোনে ১৬ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরাটিতে এইচডিআরসহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোচ্চ ফোরকে রেজুলেশনের ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে।
স্টোরেজ
ফোনটিতে ৮ গিগাবাইট র্যাম অপ্টিমাইজেশন দিবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন এবং ১২৮/২৫৬ গিগাবাইটের স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।
ব্যাটারি
‘অপো এ ৯৫ ফাইভজি’ ফোনে লি-পো ৪৩১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যাতে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
অন্যান্য
অপো এ ৯৫ ফাইভজি ফোনের আকার ৬.৩০ x ২.৮৯ x ০.৩১ ইঞ্চি। স্মার্টফোনটি ফ্ললুয়েড ব্ল্যাক, কসমো ব্লু, সিলভার রঙে পাওয়া যাচ্ছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট (ডিসপ্লে আন্ডার, অপটিক্যাল), অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস সুবিধা রয়েছে।