ডার্ক ওয়েবের নাম কমবেশি আমরা সকলেই শুনে থাকবো। সাইবার জগতে ডার্ক ওয়েব অন্ধকারাচ্ছন্ন একটি জগতের নাম । বাস্তব জগতে যেমন মারিয়ানা ট্রেঞ্চ, বারমুডা ট্রায়াঙ্গেল এর মত জায়গা গুলো যেমন রহস্যময় এবং অন্ধকারাচ্ছন্ন। ঠিক একইভাবে সাইবার জগতে ডার্ক ওয়েব গুলো একই রকমভাবে রহস্যময় এবং অন্ধকারাচ্ছন্ন ।
প্রায় সময় দেশ-বিদেশের বিভিন্ন কন্টেন্ট নির্মাতাদের দেখে থাকবো ডার্ক ওয়েব থেকে কেনা বিভিন্ন পণ্যের রিভিউ করতে। অবশ্য এগুলোর ভেতর সব গুলি যে সঠিক তাও নয়।
ডার্ক ওয়েবে কি থাকতে পারে সে সম্পর্কে জানার আগ্রহ প্রত্যেকটি মানুষের ভেতরে রয়েছে। বিশেষ করে প্রযুক্তি সম্পর্কে যাদের আগ্রহ বেশি । তাদের ভেতরে ডার্ক ওয়েব সম্পর্কে জানার সবচেয়ে বেশি আগ্রহ থাকে পৃথিবীর বিভিন্ন দেশের ডার্ক ওয়েবে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ।
খুব কম মানুষই রয়েছেন যারা ডার্ক ওয়েবে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। তাদের মুখ থেকেই শোনা গেছে সাইবার জগতের অন্ধকারাচ্ছন্ন এই অংশে কি খুঁজে পাওয়া যেতে পারে ।
চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক…
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং পাসওয়ার্ডঃ
ডার্ক ওয়েবে যে জিনিস গুলো প্রায় সময় কেনাবেচা হয়ে থাকে তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং পাসওয়ার্ড অন্যতম ।এছাড়া বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে থাকে বেশ কয়েকটি ডার্ক ওয়েব ।
ব্ল্যাক ম্যাজিকের জন্য জরুরী পণ্য সমূহ:
আপনি ব্ল্যাক ম্যাজিকের বিশ্বাস রাখুন বা না রাখুন , ব্ল্যাক ম্যাজিক কিন্তু বিজ্ঞানসম্মত ।সাইবার জগতের এই অন্ধকারাচ্ছন্ন দুনিয়ায় গেলেও আপনি ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন পণ্য পেতে পারেন । এই যেমন, ব্ল্যাক ম্যাজিক করার জন্য পুতুল, তান্ত্রিকদের ঠিকানা ব্ল্যাক ম্যাজিক স্পেশাল কোড অথবা চাইলে কাউকে ভাড়া করে কোন ব্যক্তি বা বস্তুর ওপর ব্ল্যাক ম্যাজিক করিয়ে নিতে পারেন।
মানবদেহের অঙ্গঃ
ডার্ক ওয়েবের মাধ্যমে মানব দেহের খুঁটিনাটি অঙ্গসমূহ প্রতিনিয়ত কেনাবেচা হতে থাকে হরহামেশা। এমনটাই জানা গিয়েছে সেই সকল মানুষদের কাছে যারা কিনা ডার্ক ওয়েবে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। কী ভয়ঙ্কর ব্যাপার তাইনা!
জৈব রাসায়নিক অস্ত্র:
অনেকে বলে থাকেন, ডার্ক ওয়েবে নাকি জৈব রাসায়নিক অস্ত্র কেনাবেচা হয়ে থাকে। তবে এর দাম আকাশছোঁয়া । এই ধরনের জৈব রাসায়নিক অস্ত্র চাইলে খুব সহজেই মহামারী বেঁধে ছড়াতে পারে। বর্তমান সময়ের মহামারী ব্যাধি নোভেল করোনাভাইরাস থেকে এর নজির মেলে।