স্মার্টফোন বিশ্বে আরও একটি নিউ ব্র্যান্ড ফোন সিম্ফনি জেড ৩৫ লঞ্চ হতে যাচ্ছে। ফোনটি পাওয়া যাচ্ছে ২ টি ভেরিয়েন্ট । ১৩ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি ।
প্রথমেই কথা বলি ফোনটির ডিসপ্লে এবং বডি নিয়ে:
এতে থাকছে ৬.৮২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ৭২০*১৬০০ পিক্সেল এর। এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ২৬৩। এর বডি ডাইমেনশন হচ্ছে ১৭৩.৮*৭৮.৬*৯.৪৫ মিলিমিটার এর। এর ওজন হচ্ছে ২০৮ গ্রাম। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।
এবারে কথা বলি ফোনটির হার্ডওয়্যার নিয়ে:
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে মিডিয়াটেক মিডিয়াটেক হেলিও জি৩৫ যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে পাওয়ার বি আর জি ই ৮৩২০। আর ফোনটি পাওয়া যাচ্ছে ১ টি ভেরিয়েন্ট। একটি হল ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৩ জিবি র্যাম
এবারে কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে
এই ফোনের ব্যাক সাইডে থাকছে ১৩ মেগা পিক্সেলের মেইন সেন্সর ক্যামেরা,২ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,০.৮ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
এবারে কথা বলি ফোনটির ব্যাটারি -চার্জার এবং কালার নিয়ে:
এই ফোনে থাকছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। আর সঙ্গে থাকছে ১০ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এম এম হেডফোন জ্যাক।
ফোনটি পাওয়া যাচ্ছে ২ টি কালার ভেরিয়েন্ট এ । একটি হলো গ্রীন কালার এবং আরেকটি হলো গ্রীন কালার ।
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে: এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ১০০০০ টাকা।