চতুর্থ প্রান্তিকে প্রত্যাশার চেয়েও ভালো মুনাফা করেছে চীনভিত্তিক লেনোভো। গতকাল প্রকাশিত উপাত্তে দেখা গেছে, তাদের মুনাফা বেড়েছে ৫১২ শতাংশ। ঘরে বসে কাজ ও লেখাপড়ার প্রয়োজনীয়তা বৃদ্ধিতে চাহিদা বেড়েছে বিশ্বের বৃহত্তম এ ব্যক্তিগত কম্পিউটার নির্মাতা কোম্পানিটির। খবর রয়টার্স।
রেফিনিটিভ ডাটার উপাত্তে বলা হয়, ৩১ মার্চ শেষ হওয়া প্রান্তিকে লেনোভোর মুনাফা হয়েছে ২৬ কোটি ডলার। বিশ্লেষকরা যেখানে ২০ কোটি ৪৭ লাখ ডলার মুনাফার পূর্বাভাস দিয়েছিল। কোম্পানিটির আয় ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৩ কোটি ডলার। গত বছর একই প্রান্তিকে লেনোভোর আয় হয়েছিল ১ হাজার ৫৮ কোটি ডলার।
বছর দেড়েক ধরে চলা করোনা মহামারীতে ল্যাপটপ, টেলিভিশন ও বিভিন্ন ব্যক্তিগত গ্যাজেট বিক্রি বেড়েছে। এ সুযোগ কাজে লাগিয়েছে লেনোভো ও স্যামসাংয়ের মতো কোম্পানি।