২০১৫ সালে অক্সফোর্ড ডিকশনারি একটি ইমোজিকে (তালিকায় প্রথমটি) তাদের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করে। অর্থাৎ মনের ভাব প্রকাশে ইমোজি এখন শব্দের মতোই, কখনো কখনো শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ। আর তা নেটিজেনদের ভালোই জানা। তবে ভুল ইমোজি পাঠালে প্রাপক যে আপনাকে ভুল বুঝতে পারে, সেটাও নিশ্চয় জানেন? আর সে জন্যই ইমোজিগুলোর সঠিক অর্থ নিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক আয়োজন। আজ থাকছে জনপ্রিয় তবে দ্ব্যর্থবোধক ১০টি ইমোজির সঠিক ব্যবহার।
একেকটি ইমোজি দেখে যেটা মনে হয় তার আসল মানে তা নাও হতে পারে। এখনকার দিনে বেশীরভাগ মানুষ টেক্সট মেসেজেই কথা বলতে বেশী স্বচ্ছন্দ বোধ করে।আর টেক্সট মেসেজে আবেগের বহিঃপ্রকাশের জন্য ব্যবহার করা হয় ইমোজি।