সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন প্রচার থেকে সরে আসছে বিভিন্ন দেশ ও ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের বহু ব্যবসায়ী ইতিমধ্যেই এ সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ফেসবুকে বিজ্ঞাপন প্রচার আইন করে নিষিদ্ধ করার প্রস্তাব করেছে।
ফেসবুককে ‘সামাজিক গ্যাংস্টার’ আখ্যায়িত করে ‘ফেসবুকমুক্ত’ থাকার ক্যাম্পেইন শুরু করেছে সাধারণ মানুষ। ‘#FacebookFree’ ব্যবহার করে তারা প্রচারণা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণমাধ্যম সিএনবিসির এক খবরে বলা হয়েছে, দেশটির একটি বিশাল সংখ্যক কোম্পানি ফেসবুকে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে। সামাজিক মাধ্যমটি ব্যবহারকারীদের তথ্যের অপব্যবহারের অভিযোগ ওঠার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: গালফ নিউজ।