প্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন হাতের মুঠোয়। কিন্তু এর বিস্তৃত নেটওয়ার্ক অবকাঠামো প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। তাছাড়া নিরাপত্তা নিয়ে শঙ্কা তো থাকছেই। এসব সমস্যার সমাধানে এগিয়ে এসেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি মোকাবিলার পাশাপাশি নতুন নেটওয়ার্ক কাঠামোর সঙ্গে একত্রীকরণেও সমস্যা সমাধানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর জন্য ইন্ডাস্ট্রি অপটিএক্স সল্যুশন উন্মোচন করেছে হুয়াওয়ে।
সম্প্রতি অনলাইনে আয়োজিত এই উন্মোচন অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিকের শিল্পসংশ্লিষ্ট ৬শ’র বেশি বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
হুয়াওয়ে অ্যাপাক (এশিয়া-প্যাসিফিক) এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের (ইবিজি) ভাইস প্রেসিডেন্ট জেসন হে বলেন, মেট্রো স্টেশন, হাইওয়ে, পাওয়ার গ্রিড, বিমানবন্দর এবং বন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে পুরো শিল্পখাতকে সংযুক্ত করার ব্যাপারে হুয়াওয়ে ইন্ডাস্ট্রি অপটিএক্স সল্যুশন একটি বড় পদক্ষেপ।
এই সল্যুশন উচ্চ ব্যান্ডউইথ, কম ল্যাটেন্সি, দীর্ঘ দূরত্বে কাভারেজ এবং উচ্চ দক্ষতাসম্পন্ন অপারেশনস ও মেইনটেনেন্স (ওঅ্যান্ডএম) সহ সব শিল্পের জন্য কার্যকর পরিচালন সমাধান প্রদান করে। অত্যন্ত সুরক্ষিত এবং নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হুয়াওয়ে ইন্ডাস্ট্রি অপটিএক্স সল্যুশন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ গুরুত্বপূর্ণ ও কার্যকরী হবে।