মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। দেশীয় টিয়া পাখি খাঁচায় আটকে রেখে বিজ্ঞাপন নির্মাণ করায় ৪ সহকর্মীকে সাক্ষি রেখে মামলাটি দায়ের করেছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বুধবার (৩০ জুন) বিকেলে এই মামলা করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮(২), ৪১ ও ৪৬ নম্বর ধারায় গ্রামীনফোন লিমিটেডকে অভিযুক্ত করে এই মামলাটি দায়ের করা হয়েছে।
এর আগে, গ্রামীণফোনের তৈরি করা বিজ্ঞাপনটি প্রচার হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। প্রাণীপ্রেমীরা অভিযোগ তোলেন গ্রামীণফোনের এই বিজ্ঞাপনে পাখি শিকার ও খাঁচায় আটকে রাখাকে উৎসাহিত করা হয়েছে। এতে দেশে বন্য পাখি শিকারসহ বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের হার বাড়তে পারে। তাই দ্রুত গ্রামীণফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।