আইফোনের পরবর্তী সব মডেলের ডিসপ্লেতে লো টেম্পারেচার পলিক্রিস্টালিন অক্সাইড (এলটিপিও) প্যানেল ব্যবহার করবে বলে জানিয়েছে অ্যাপল। এসব ডিসপ্লের রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। আইফোন ১৩ সিরিজে এ রিফ্রেশ রেট ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। খবর গ্যাজেটস নাউ।
প্রযুক্তিগতভাবে এলটিপিও প্রযুক্তি কন্টেন্ট হিসেবে স্মার্টফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট পরিবর্তনে সাহায্য করে। এতে প্রসেসর বা গ্রাফিক্সের আলাদা কোনো কাজ করার প্রয়োজন হয় না। সেই সঙ্গে ফোনের ব্যাটারিতেও আলাদা কোনো চাপ পড়বে না।
যেসব ফোনের ডিসপ্লেতে বেশি রিফ্রেশ রেট থাকে, সেসব ফোনের ব্যাটারি বেশি খরচ হয়। যে কারণে ব্যবহারকারীদের ঘন ঘন ফোনে চার্জ দিতে হয় এবং এ কারণে ব্যাটারির কার্যক্ষমতা কমে আসে। এ সমস্যা সমাধানে বিভিন্ন ধাপের রিফ্রেশ রেটের সুবিধা নিয়ে ওইএম আনা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী পছন্দ অনুযায়ী রিফ্রেশ রেট পরিবর্তন করতে পারবেন।
এলটিপিও অ্যাপলের নিজস্ব প্রযুক্তি। অ্যাপল ওয়াচ ৫-এ এই প্রযুক্তি ব্যবহার করে হয়েছে। যেখানে ১ হার্টজ থেকে ৬০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট নির্ধারণ করা যায়। এর ফলে ওয়াচটি আরো ভালোভাবে ব্যবহার করা যায় এবং এর ব্যাটারি ভালো থাকে।
আইফোনের পরবর্তী সিরিজে এলটিপিও ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত করা হলে এর টাচ রেসপন্স আরো উন্নত হবে। বিশেষ করে গেমাররা গেমিংয়ে ভালো অভিজ্ঞতা পাবেন।
দ্য ইলেকের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, অ্যাপলে নতুন প্রযুক্তির ডিসপ্লে সরবরাহ করবে এলজি। এরই মধ্যে এ ডিসপ্লে উৎপাদনে প্রয়োজনীয় পণ্য সংগ্রহে অ্যাভাকোর সঙ্গে আলোচনাও করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু অ্যাপল ডিসপ্লে উৎপাদনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। তবে ডিসপ্লে উৎপাদনে এলজির যে প্রস্তুতি চলছে, তাতে সংশ্লিষ্টরা ধারণা করছে শিগগিরই সিদ্ধান্ত চলে আসবে।