ডেভেলপারদের পর এবার সাধারণ পর্যায়ে ব্যবহারের জন্য আইওএস ১৫ পাবলিক বেটা ভার্সন উন্মুক্ত করল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। খবর আইএএনএস।
অ্যাপল এ অপারেটিং সিস্টেমকে আইওএস ১৫ পাবলিক বেটা থ্রি নামে আখ্যা দিয়েছে। এতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। যার মধ্যে সাফারি ব্রাউজারের নতুন ডিজাইন, নতুন মিউজিক উইজেটসহ আরো অনেক পরিবর্তন রয়েছে।
নাইনটুফাইভগুগলের প্রতিবেদন অনুযায়ী, যেসব ব্যবহারকারী আইওএসের বেটা প্রোগ্রামে যুক্ত হতে চান, তাদের অ্যাপলের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, বাণিজ্যিকভাবে অ্যাপলের এ বেটা সফটওয়্যার বাজারে উন্মুক্ত করা হয়নি। যে কারণে এ অপারেটিং সিস্টেম ব্যবহারের সময় অনেক ধরনের সমস্যা কিংবা কমান্ড বাস্তবায়নে হেরফের হতে পারে। তাই এ অপারেটিং সিস্টেম ব্যবহারের আগে আইফোন, আইপ্যাড, আইপড টাচ অথবা ম্যাকবুকের যাবতীয় ডাটা ব্যাকআপ করে রাখার পরামর্শও দিয়েছে অ্যাপল।