ইন্টারনেটের গতিতে নতুন রেকর্ড তৈরি করেছেন জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) একদল গবেষক। তারা প্রতি সেকেন্ডে ৩১৭ টেরাবিটস গতি তুলে এ রেকর্ড করেন। খবর আইএএনএস।
নতুন এ গতিসীমা এক বছর আগে জাপান ও যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ারদের ১৭৮ টেরাবিটের দ্বিগুণ। উন্নত ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি ল্যাবে এ গতি পরীক্ষা করা হয়েছিল।
ভাইসের প্রতিবেদন অনুযায়ী, ভেতরে থাকা তথ্যের সুরক্ষা নিশ্চিতে অধিকাংশ ফাইবার অপটিকে একটি কোর ও অনেক ক্ল্যাডিং বা কভারিং থাকে। তবে এনআইসিটির গবেষকরা চার কোরের পরীক্ষামূলক একটি ফাইবার অপটিক কেবল ব্যবহার করেছেন, যেটি আকারের দিক থেকে প্রচলিত সাধারণ ফাইবার অপটিকের কাছাকাছি।
পরীক্ষার বিষয়ে এক পেপারে এনআইসিটি জানায়, বেশি দূরত্বে সংযোগ স্থাপনে ও উচ্চগতিতে ডাটা আদান-প্রদানে চার কোরের সাধারণ ক্ল্যাডিং বা কভারিংয়ের এ কেবল ব্যবহার করা হয়েছে। কেবলের প্রচলিত অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এবং একক ফাইবার মোডের সঙ্গে যান্ত্রিকভাবে কার্যকর হওয়ায় এটি ব্যবহার করা হয়েছে।
গবেষকরা একাধিক তরঙ্গদৈর্ঘ্যে একটি ৫৫২ চ্যানেলের কম্ব লেজার ফায়ারিং ব্যবহার করেছিলেন। সেই সঙ্গে অধিক গতি অর্জনে পৃথিবীর বিরল খনিজের তৈরি অ্যামপ্লিফায়ার ব্যবহার করেছিলেন।