অনর চলতি মাসে দুইটি ফোন লঞ্চ করতে চলেছে সেগুলো হল অনর ম্যাজিক ৩ প্রো ও অপরটি হচ্ছে অনর ম্যাজিক ৩ প্রো প্লাস। এর আগে আমরা অনর ম্যাজিক ৩ প্রো মোবাইলটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অনর ম্যাজিক ৩ প্রো প্লাস নিয়ে। এটি একটি হাই বাজেটের ফোন হতে চলেছে এবং এতে ফিচারের কোন কমতি রাখা হয়নি। চলতি মাসেই লঞ্চ করা হবে এই ফোনটির। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
চলুন আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়েঃ
অনর ম্যাজিক ৩ প্রো প্লাস মোবাইলটির ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৭৬ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১৩৪৪X২৭৭২ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট যার ফলে ফোনটি খুব দ্রুত কাজ করবে। এছাড়া এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪৫৬। অনর ম্যাজিক ৩ প্রো প্লাস এর আয়তন দেওয়া হয়েছে ১৬২.৮X৭৪.৯X৯.৯ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ২.৩৬ গ্রাম। ডিসপ্লে সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়েঃ
উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল এর ওয়াইড, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো, ৬৪ মেগাপিক্সেলের মনোক্রোম ও অপরটি হবে ৬৪ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর। সাথে থাকছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এই ফোনটির সাথে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে ১৩ মেগাপিক্সেলের ও আরেকটি দেওয়া হয়েছে টি ও এফ ৩ডি ডুয়েল সেলফি ক্যামেরা। উক্ত ক্যামেরা গুলোর সাথে দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, গাইরো-ই আই এস ও এ আই ক্যামেরা এর সুবিধা। উভয় ক্যামেরাগুলোতে ১০৮০ পি ৩০/৬০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। এই মোবাইলটির ক্যামেরা সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়্যার নিয়েঃ
অনর ম্যাজিক ৩ প্রো প্লাস মোবাইলটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস ৫জি। সি পি ইউ থাকবে অক্টাকোর প্রসেসর। এবং জি পি ইউ থাকবে অ্যাড্রিনো ৬৬০। প্রসেসরটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে এর ফলে গেমিং, ভিডিও এডিটিং, ক্যামেরা সহ সবকিছুর জন্য খুব সুবিধা দিবে এই ফোনটি। উক্ত ফোনটিতে দেওয়া হবে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি এর ফোন স্টোরেজ। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। এছাড়া এই ফোনে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। অনর ম্যাজিক ৩ প্রো প্লাস তে দেওয়া হবে ৪,৬০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। ব্যাটারিটির ব্যাকআপ দিবে দুর্দান্ত। এছাড়া ব্যাটারিটির সাথে দেওয়া হবে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জ, ৬৬ ওয়াটের ওয়্যারলেস চার্জ সিস্টেম। উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হবে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.২, ইউ এস বি টাইপ সি ২.০ পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ৩.৫ মিলিমটার অডিও জ্যাক এর সুবিধা। ৫ জি বিশিষ্ট ফোন হতে চলেছে এই ফোনটি। উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হয়েছে ধূলা ও পানি প্রতিরোধী ক্ষমতা। এই মোবাইলটির ফিচার আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির মূল্য নিয়েঃ
অনর ম্যাজিক ৩ প্রো প্লাস মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১,৪৯,৫১৫ টাকা। সেরামিক সাদা ও সেরামিক কালো রঙ এ পাওয়া যাবে এই ফোনটি। ফোনটি আমার কাছে খুব ভাল লেগেছে।