শিশুদের জন্য নির্মিত একটি ভিডিওতে ইউটিউব শিশুদের আত্মহত্যার কৌশল শেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নারী।
ফ্রি হেস নামে ওই নারী বলেন, গুগলের অধীনস্থ ইউটিউব কিডস এ প্রচারিত একটি কার্টুন শো’তে একটি চরিত্র শিশুদের দেখাচ্ছে কিভাবে তারা তাদের হাতের কব্জি বিচ্ছিন্ন করতে পারবে।
ওই ব্যক্তির চরিত্রটি তার নিজের কব্জি দেখিয়ে নির্দেশনা দিচ্ছে কিভাবে এটি বিচ্ছিন্ন করা যায়। ফ্রি হেস অভিযোগ করে বলেন, ভিডিওটি সরিয়ে নেয়ার কথা বলা হলেও এখনও ওই কার্টুন শো’র মাঝামাঝিতে এটি রাখা হয়েছে।
তার নিজস্ব ব্লগ পেডিমমে তিনি বলেন, এই ক্ষতিকর বিষয়টি নিয়ে নানামুখী সমালোচনা হলেও ইউ টিউব এটি সরায়নি। ক্ষতিকর এবং আত্মহত্যায় প্ররোচনাকারী ভিডিও, ছবি এবং অন্যান্য আধেয় প্রকাশ করা একটি বড় সমস্যা। আমাদের শিশুরা আজ সেই বিষয়গুলোরই মুখোমুখী হচ্ছে।
আরো ভিডিওর উদাহরণ দিয়ে এই নারী বলেন, একটিতে দেখানো হচ্ছে এক তরুণী প্রেমের সম্পর্ক ছিন্ন করার পর আত্মহত্যা করছে। আরেকটিতে দেখানো হচ্ছে, এক তরুণী কিভাবে ফাঁসিতে ঝুলেছে তার বর্ণনা দেয়া হচ্ছে একটি গ্রাফিক দিয়ে।
ফ্রি হেস বলেন, ১০ থেকে ৩৪ বছর বয়সীদের মৃত্যুর পেছনে দ্বিতীয় প্রধান কারণ হলো আত্মহত্যা এবং শিশুদের এসব কৌশল দেখানোর হার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের এখনই কিছু করতে হবে। আমাদের নিজেদেরকে সচেতন করতে হবে, শিশুদের সচেতন করতে হবে এবং যখনই ক্ষতিকর কিছু দেখবো তখনই তা নিয়ে কথা বলতে হবে।
আরো অনেক নারী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে।
এ বিষয়ে ইউটিউব কিডস তাদের পেজে লিখেছে, পরিবারের সবার উপযোগী করে ভিডিও রাখার ক্ষেত্রে আমরা কয়েকটি ধাপ অনুসরণ করি। আমরা দর্শকের প্রতিক্রিয়া এবং মূল্যায়ণ গুরুত্ব দেই।
তারা জানায়, অনলাইনে শিশুদের কাছে নিরাপদে এবং সহজভাবে বিশ্বকে তুলে ধরার জন্য আমরা ইউ টিউব কিডস তৈরি করেছি।