চার্জ দেয়ার সময় বিকট শব্দের বিস্ফোরণ ঘটলো চীনের ফ্লাগশিপ কিলার স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস ফোনের চার্জার । ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়।
জিমি জোশ নামের এক ওয়ানপ্লাস ফোন ব্যবহারকারী টুইটারে অভিযোগ করেছেন, চার্জ দেয়ার সঙ্গে সঙ্গে তার ওয়ানপ্লাস নর্ড ২ ফোনটির চার্জার বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এই ঘটনায় ওয়ানপ্লাসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ‘ভোল্টেজের সমস্যার কারণেই এই ঘটনা’।
ওয়ানপ্লাস ফোন বিস্ফোরণের পুরো ঘটনা টুইটারে পোস্ট করে জিমি জানান, অন্যান্যদিনের মতোই রবিবার ফোনটি চার্জে বসিয়েছিলেন জিমি। আচমকা বিকট শব্দ হয়, ফেটে যায় চার্জারটি। তবে ফোনের কোনও ক্ষতি হয়নি।
দুর্ঘটনার বিষয়টি জিমি ওয়ানপ্লাসকে জানিয়েছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্ভিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয় ওই ব্যবহারকারীকে। ওয়ানপ্লাসের দাবি ফোন বা চার্জারের সমস্যা নয়, ভোল্টেজ অথবা সকেটের কারণেই এই ঘটনা। এবং এটি বিস্ফোরণ নয়।
মঙ্গলবার টুইটারে জিমি জানিয়েছেন, চার্জারটি পরীক্ষা করার পর সংস্থার তরফে তা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই নতুন চার্জার পান জিম।
উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতেই প্রকাশ্যে এসেছিল একটি ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি বিস্ফোরণের ঘটনা। ফোনটি ছিল এক আইনজীবীর। আদালতে থাকাকালীন তিনি পোশাকের (আইনজীবীদের গাউন) পকেটের কাছে গরম অনুভব করেন। তারপরই দেখেন পকেট থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। পকেটে থাকা সেটটি ফেটেই এই কাণ্ড। সম্পূর্ণ নষ্ট হয়ে যায় হ্যান্ডসেটটি।