বছরের শুরুতে করা প্রতিশ্রুতি অনুযায়ী ফার্স্ট পার্টি স্মার্টফোন থেকে বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে স্যামসাং। এখন থেকে কোম্পানিটির মোবাইল ডিভাইসের স্যামসাং পে, ওয়েদার, থিম এবং হেলথ অ্যাপে বিজ্ঞাপন দেখা যাবে না। খবর এনগ্যাজেট।
গ্যালাক্সি ফ্লিপ ৩ রিভিউ ইউনিটে সফটওয়্যার আপডেট করার সময় এ পরিবর্তন দেখা গেছে। সর্বজনীন অ্যাপগুলোতে ব্যানার বিজ্ঞাপন দেখা যায়নি। তবে যদি বিজ্ঞাপন দেখাও যায় সে অ্যাপগুলোতে ফোর্স স্টপ ব্যবহার করে আপডেট করে নেয়া যাবে।
স্যামসাং পের মেইন ইন্টারফেসে বিশেষ অফারের জন্য একটি নির্ধারিত অংশের বেলায় নতুন নীতিমালায় কিছুটা ব্যতিক্রম থাকছে।
দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের কমিউনিটি ফোরামে এসব পরিবর্তনের বিষয়ে প্রথম তথ্য প্রকাশিত হয়। পরবর্তী সময়ে নাইনটুফাইভগুগল এবং টাইজেন হেল্প প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য দেখা যায়।