স্মার্টফোন এখন মানুষের সার্বক্ষণিক সঙ্গী হয়ে উঠেছে। কথা বলা, ছবি ধারণ, তথ্য সংরক্ষণ কিংবা ইন্টারনেট ব্রাউজিংসহ নানা কাজে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নানা কনফিগারেশনের হাই-এন্ড স্মার্টফোন মিলছে। কিন্তু গ্রাহক পর্যায়ে স্মার্টফোন পছন্দের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কোন ফিচার?
গত সোমবার প্রকাশিত বাজার গবেষণা প্রতিষ্ঠান সাইবারমিডিয়া রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, এখন স্মার্টফোন ক্রেতাদের ৮৯ শতাংশই ক্যামেরা ফিচারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ৮৭ শতাংশ স্মার্টফোন ক্রেতা ডিভাইসের ব্যাটারি সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে। এছাড়া বেশি র্যাম এবং অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধার স্মার্টফোনে গুরুত্ব দিচ্ছে যথাক্রমে ৭৯ শতাংশ এবং ৭২ শতাংশ স্মার্টফোন ক্রেতা।
সাইবারমিডিয়া রিসার্চের ‘মোবাইল ইন্ডাস্ট্রি কনজিউমার ইনসাইট সার্ভে’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোন ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড ধরে ডিভাইস নিরীক্ষার এক ধরনের প্রবণতা বেড়েছে। বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে ক্রেতা পর্যায়ে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
সাইবারমিডিয়া রিসার্চ জানিয়েছে, স্মার্টফোনের দ্বিতীয় বৃহৎ বাজার এখন ভারত। দেশটিতে ক্রমান্বয়ে স্মার্টফোনের চাহিদা বাড়ছে। দেশটির তরুণ ক্রেতারা সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটে প্রিমিয়াম ফিচার পেতে চান। ভারতের বিপুল সংখ্যক তরুণ ক্রেতার চাহিদার কারণে প্রডাক্ট ডিজাইন, কোয়ালিটি এবং সামগ্রিকভাবে ডিভাইসের জন্য ক্রেতারা যে অর্থ ব্যয় করবেন, তার ভ্যালু নির্মাতাদের কাছে গুরুত্ব পাচ্ছে।
সাইবারমিডিয়া রিসার্চ গত ফেব্রুয়ারিতে ভারতের গুরুত্বপূর্ণ আটটি শহরে জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করে। এতে বিভিন্ন ক্ষেত্র ও আয়ের ১৫ থেকে ৩০ বছর বয়সী মানুষের মতামত নেয়া হয়।