গ্যালাক্সি বুক সিরিজে নতুন ল্যাপটপ আনল স্যামসাং। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন এই ল্যাপটপ উন্মুক্ত করা হয়। একসঙ্গে ল্যাপটপের তিনটে ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি।
প্রতিটি ল্যাপটপেই রয়েছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। গ্যালাক্সি বুক, গ্যালাক্সি বুক অডিসি, গ্যালাক্সি বুক প্রো ৩৬০ ৫জি ল্যাপটপ লঞ্চ করছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট।
এই প্রতিটি ল্যাপটপের মধ্যেই স্টিরিও স্পিকারের সঙ্গে ডলবি অ্যাটমোস দিয়েছে কোম্পানি। ৭২০ পিক্সেলের এইচডি ওয়েবক্যাম দেওয়া হয়েছে এই তিনটি নতুন প্রযুক্তির ল্যাপটপে। পাশাপাশি সবকটিতেই রয়েছে ডুয়েল অ্যারে স্পিকার। এবার ওয়াইফাই ৬ দেওয়া হয়েছে ল্যাপটপগুলোতে। সলিড বিল্টআপের জন্য অ্যালুমিনিয়াম বডি দেওয়া হয়েছে তিনটি ল্যাপটপে। যার মধ্যে গ্যালাক্সি বুক অডিসির ডিজাইন ল্যাঙ্গোয়েজ অন্যদের থেকে আলাদা।