অ্যাপলের আসন্ন আইপ্যাডগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহে প্রস্তুতি নিচ্ছে এলজি। এ লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার পাজুতে অবস্থিত কারখানার কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর টাইমস অব ইন্ডিয়া।
ভবিষ্যতে আইফোন উৎপাদনে প্যানেলের চাহিদা পূরণে এ বর্ধিত কার্যক্রম অনেকটাই সহায়তা করবে। তবে অ্যাপলের আইপ্যাডে যে এলজির ওএলইডি প্যানেলই ব্যবহার করা হবে সেটি নিশ্চিত নয়। কেননা ২০২৪ সালে এলজি তাদের কারখানার কার্যক্রম বাড়াবে এবং এর আগেই ওএলইডি প্যানেল-সংবলিত প্রথম আইপ্যাডের উৎপাদন শুরু হবে।
পূর্বে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ডিভাইস উৎপাদনে অ্যাপল যে পরিমাণ ওএলইডি প্যানেল চায় তা উৎপাদনে স্যামসাংও প্রস্তুত। কিন্তু এটি উৎপাদনে বিশাল চাহিদা ও মেশিনের প্রয়োজন। ওএলইডি প্যানেল উৎপাদনে স্যামসাং ও অ্যাপলের মধ্যকার প্রকল্প অনেক আগেই বাতিল হয়ে গেছে। কেননা প্রতিষ্ঠানটির অধিকাংশ ওএলইডি প্যানেল একক স্ল্যাক অবকাঠামো ব্যবহার করে। যেখানে রেড, গ্রিন ও ব্লু একটি নির্গমন লেয়ার তৈরি করে।
অ্যাপল তাদের আইপ্যাডের জন্য দুটি স্ট্যাকের তান্ডেম অবকাঠামো সরবরাহের চাহিদা দিয়েছে। যেখানে দুটি রেড, গ্রিন ও ব্লু নির্গমন লেয়ার কাজ করে। ফলে ডিসপ্লের উজ্জ্বলতা বেড়ে যায় এবং আয়ুষ্কাল চার গুণ বেশি থাকে। উল্লেখ্য, এলজি এরই মধ্যে বেশকিছু পণ্যের জন্য দুটি স্ট্যাক তান্ডেম অবকাঠামোর প্যানেল তৈরি করেছে। ইটিনিউজের তথ্য সত্য হলে ২০২৪ সালের শেষ নাগাদ এলজির ওএলইডি প্যানেল-সংবলিত অ্যাপল আইপ্যাড বাজারে দেখা যাবে।