চীনের শেনঝেনে নতুন একটি কার্যালয় এবং গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টার নির্মাণে ৪০০ কোটি ইউয়ান বা ৬৩ কোটি ২৫ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় গত কয়েক বছরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পণ্য ও সেবায় বৈচিত্র্য আনার চেষ্টা করছে চীনা প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।
চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে নতুন কার্যালয় ও আরঅ্যান্ডডি সেন্টার চালুতে স্থানীয় সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে ডিজিটাল পাওয়ার। ২০৬০ সালের মধ্যে চীনের কার্বননিরপেক্ষতা অর্জনের লক্ষ্যমাত্রা সামনে রেখে কীভাবে কার্যক্রম চালানো যায় তা ওই আরঅ্যান্ডডি সেন্টারের অগ্রাধিকারের তালিকায় থাকবে।
টেলিকম ও স্মার্টফোন ব্যবসার বাইরে পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে হুয়াওয়ে। মার্কিন নিষেধাজ্ঞায় এ সেগমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।