ভারতের বাজারে ৮জি স্মার্টফোন উন্মুক্ত করেছে আসুস। ২০২১ সালের আগস্টে বিশ্ববাজারে ৮জি স্মার্টফোন আনা হলেও সে সময় এশিয়ার বাজারে এটি আনা হয়নি। এর পেছনের কারণও জানা যায়নি।
আসুস ৮জি স্মার্টফোনে ৫ দশমিক ৯ ইঞ্চির সুপার ফুল এইচডিপ্লাস রেজল্যুশনের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার আসপেক্ট রেশিও ২০:৯, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, উজ্জ্বলতা ১০০ নিটস পিক। এতে এইচডিআর ১০, ১০প্লাস ও নিরাপত্তার জন্য গরিলা গ্লাস ভিকটাস ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৮৮ মোবাইল প্লাটফর্ম প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাল্টিটাস্কিংয়ের জন্য এতে ৮ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম ও ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ দেয়া হয়েছে। তবে ডিভাইসটিতে আলাদা মাইক্রোএসডি কার্ড স্লট দেয়া হয়নি। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১১ ও জেন ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে।
আসুস ৮জি স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে। প্রথমে সনি আইএমএক্স৬৮৬ প্রসেসরযুক্ত ৬৪ মেগাপিক্সেলের ফোর এক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তির ক্যামেরা দেয়া হয়েছে। এর সঙ্গে আইএমএক্স৩৬৩ প্রসেসরযুক্ত ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দেয়া হয়েছে। ক্যামেরাগুলোয় ৩ এক্সিস ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস), মোশন ট্র্যাকিং, প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেমে ফোরকে আল্ট্রা এইচডি স্লো-মোশন ভিডিও রেকর্ডিং ফিচার রয়েছে। সম্মুখে বামপাশের কর্নারে পাঞ্চহোল ডিজাইনে ডুয়াল পিডি অটোফোকাসসংবলিত ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে।
আসুস ৮জি স্মার্টফোনে ডুয়াল সিম, ফাইভজি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট, ডিরাকের ডুয়াল স্টেরিও স্পিকার এবং একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। এতে আইপি৬৮ রেটেড ডাস্টপ্রুফ ও ওয়াটার রেজিস্ট্যান্ট চেসিস ব্যবহার করা হয়েছে। গত বছর জেনফোন ৮ নামে এটি বিশ্ববাজারে উন্মুক্ত করা হয়। স্মার্টফোনটিতে কুইক চার্জ ৫ প্রযুক্তির ৩০ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এবং ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।