বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস নতুন গেমিং ফোন এনেছে। দুইটি মডেলে পাওয়া যাবে এগুলো। একটি আসুস আরওজি ফোন ৫এস। অন্যটি আসুস আরজি ফোন ৫এস প্রো। এই দুই ফোনের পিছনেই তিনটি করে ক্যামেরা দিয়েছে আসুস। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর এবং এফ/১.৮ অ্যাপারচার। সঙ্গে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও থাকছে একটি ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ফোন দুইটি কিনতে অন্তত লাখ খানেক টাকা খরচ করতে হবে। ভারতের বাজারেই এগুলো বিক্রি হচ্ছে ৭৯ হাজার ৯৯৯ রুপিতে।
উভয় মডেলের ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির স্যামসাং অ্যামোলিড ফুলএইচডি ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। সঙ্গে রয়েছে ৩৬০ হার্জের টাচ স্যামপ্লিং রেট ও এইচডিআর টেন প্লাস সাপোর্ট।
এছাড়াও এই ডিসপ্লেতে ২৪ এমএস টাচ ল্যাটেন্সি ও সর্বোচ্চ ১২০০ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে।
আসুস আরওজি ফোন ৫এস মডেললে দেয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস চিপসেট। সঙ্গে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ।
অন্যদিকে আসুস আরজি ফোন ৫ প্রো মডেলে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস চিপসেট। সঙ্গে দেয়া হয়েছে ১৮ জিবি র্যাম ও ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ।
উভয় ফোন চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। এই অপারেটিং সিস্টেমে আসুসের আরওজি ইউজার ইন্টারফেস ব্যবহৃত হয়েছে।
কালো ও সাদা রঙে কেনা যাবে আসুস আরওজি ফোন ৫ এস মডেলটি। শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে আরওজি ফোন ৫এস প্রো মডেল।
কানেক্টিভিটির জন্য আরওজি সিরিজের নতুন দুই স্মার্টফোনে রয়েছে ৫জি, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, ওটিজি, ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়াও রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, জাইরোস্কোপ, জি-সেন্সর, ই-কম্পাস ও প্রক্সিমিটি সেন্সর। অথেন্টিকেশনের জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।
ব্যাকআপের জন্য ডিভাইস দুইটিত থাকছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। সঙ্গে রয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট।