ফেসবুক, টুইটার ও অ্যাপ স্টোর ব্লক করে দিয়েছে রাশিয়া। এছাড়া পশ্চিমা বেশকিছু সংবাদপত্রের ওয়েবসাইটও তারা ব্লক করেছে। খবর সি-নেট ও টেক টাইমস।
জার্মান সংবাদপত্র ডের স্পিগেল প্রতিবেদক ম্যাথিউ ভন রোর এক টুইটে লেখেন, টুইটার ও ফেসবুকের পাশাপাশি বিবিসি ও ডয়চে ভেলের মতো সংবাদমাধ্যমকে ব্লক করেছে রাশিয়া। এছাড়া অ্যাপলের অ্যাপ স্টোর বন্ধ করে দিয়েছে। গুগলের প্লে স্টোর এ ব্লকের আওতায় পড়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি। বিশ্বের বৃহত্তম দেশটিতে প্লাটফর্মগুলো সক্রিয় কিনা, এ বিষয় নিশ্চিত করেনি ফেসবুক ও টুইটার। রাশিয়ার বিভিন্ন সংবাদপত্রে সতর্কতা বার্তা দেয়ার পর থেকে গত ২৫ ফেব্রুয়ারি থেকেই ফেসবুকের অ্যাকসেস সীমিত করে দিয়েছিল মস্কো। সি-নেটের প্রতিবেদনে বলা হয়, লাটভিয়াভিত্তিক সংবাদপত্র মেডুজা জানায়, রাশিয়ার ভূখণ্ডে তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
সম্প্রতি রাশিয়ায় আইফোন, ম্যাক, আইপ্যাডসহ বিভিন্ন পণ্য বিক্রি বন্ধ করার ঘোষণা দেয় অ্যাপল। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত নেয় টিম কুক নেতৃত্বাধীন কোম্পানিটি। তবে অ্যাপ স্টোর ব্লকের সিদ্ধান্ত নেয়নি মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। কিন্তু পাল্টা পদক্ষেপ হিসেবে নিজ ভূখণ্ডে অ্যাপ স্টোরের অ্যাকসেস সীমিত করে দেয় রাশিয়া। এতে অ্যাপলের অ্যাপভিত্তিক মার্কেট প্লেসটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলও রাশিয়ার বিভিন্ন সংবাদপত্রের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। রাশিয়া টুডে (আরটি) ও স্পুিনক নিউজের মতো রাষ্ট্রনিয়ন্ত্রিত বিভিন্ন সাইট ব্লক করে দিয়েছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। তবে প্লে স্টোরের বিরুদ্ধে মস্কো কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় বিজ্ঞাপন ব্যবসা স্থগিত করেছে গুগল। ইউক্রেন-সংক্রান্ত বিজ্ঞাপন সীমিত করতে রুশ সরকারের আহ্বানের পর এ সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। এক বিবৃতিতে গুগলের মুখপাত্র মাইকেল অ্যাসিম্যান জানান, অভূতপূর্ব পরিস্থিতি সামনে রেখে রাশিয়ায় বিজ্ঞাপন স্থগিত করছি আমরা। পরিস্থিতি বেশ দ্রুত রূপ পরিবর্তন করছে এবং পরবর্তী যেকোনো আপডেট আপনাদের জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, আরটি ও স্পুিনক নিউজের অ্যাকসেস নিজ প্লাটফর্মে সীমিত করে দিয়েছে ফেসবুক ও ইউটিউব।