ইউক্রেইনের নাগরিকদের জন্য মোবাইল ফোনে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক বার্তা পাঠানোর নতুন ফিচার চালু করছে গুগল।
এর ফলে হামলা শুরু হওয়ার আগেই সরাসরি নিজের ফোনে সতর্ক বার্তা পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
নতুন ফিচারটি বানাতে ভূমিকম্প সতর্ক বার্তার প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল। এ বিষয়ে ইউক্রেইন সরকারের সঙ্গে কাজ করার কথাও বৃহস্পতিবার জানিয়েছে তারা।
এক ব্লগ পোস্টে গুগল লিখেছে, “দুঃখজনক বিষয় হল, ইউক্রেইনের লাখো মানুষকে এখন বিমান হামলার সতর্ক বার্তার উপর নির্ভর করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হচ্ছে।”
গুগলের অ্যান্ড্রয়েড প্রকৌশল বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ডেভ বার্ক বলছেন, হামলার আগে জনগণকে সতর্ক করতে ইউক্রেইন সরকার যে সতর্কবার্তা দেয়, সেটার ওপর ভিত্তি করেই অ্যান্ড্রয়েড পিং পাঠানো হবে। আর দ্রুত সেই বার্তা যাতে গ্রাহকের হাতে যায়, সেজন্য গুগলের ভূমিকম্প সতর্ক বার্তা দেওয়ার প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়াও প্লে স্টোরে ‘ইউক্রেইনিয়ান অ্যালার্ম’ অ্যাপ আলাদা গুরুত্বের সঙ্গে উপস্থাপন করছে গুগল। ইউক্রেইনের যে অঞ্চলগুলোতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে, সেই অঞ্চলের বাসিন্দাদের নোটিফিকেশন দিয়ে সতর্ক করে দেয় অ্যাপটি।
ইউক্রেইনে সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বাজারে নিজের উপস্থিতি কমিয়ে এনেছে গুগল। নিজস্ব প্ল্যাটফর্মগুলোতে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের আয়ের পথও তারা বন্ধ করেছে। ইউরোপে প্লে স্টোর থেকে মুছে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমগুলোর অ্যাপ।
প্রযুক্তিবিষয়ক খবরের ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, গুগল প্লে সেবার এপিকে (APK) ফাইল বিশ্লেষণ করে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সতর্ক বার্তার ফিচারটি চিহ্নিত করেছিল মোবাইল অ্যাপ নির্মাতাদের ওয়েবসাইট এক্সডিএ ডেভেলপার্স।
গুগল ১ মার্চ বলেছিল, “নিজস্ব পণ্য দিয়ে, সাইবার হুমকির বিপরীতে প্রতিরক্ষা নিশ্চিত করে, নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে ইউক্রেইনের জনগণকে সহযোগিতা এবং ওই অঞ্চলে আমাদের সহকর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা।”