দেশের স্মার্টফোন মার্কেটে প্রতিযোগিতা আগের চেয়ে বেড়েছে কয়েকগুণ। স্যামসাং, শাওমি ও রিয়েলমি এর মত বিদেশী ব্র্যান্ডগুলোর পাশাপাশি দেশী ব্র্যান্ড, ওয়ালটন পিছিয়ে নেই কোনোদিকে। তারই প্রমাণ হিসেবে এবার নিয়ে এল ওয়ালটন প্রিমো এস৮ মিনি। ফোনটির প্রধান আকর্ষণ হলো এর স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর ও ৪জিবি র্যাম ।
ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনের ফ্রন্টে রয়েছে ৬.৫৩ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজ্যুলেশনের ডিসপ্লে। এই দামে কিছু ব্রান্ডের ফোন এইচডি প্লাস ডিসপ্লেতে ৯০হার্জ রিফ্রেশ রেট প্রদান করছে। তবে ৯০হার্জ রিফ্রেশ রেট এর চেয়ে বেটার স্ক্রিন রেজ্যুলেশন অধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।
ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটির ব্যাকে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ ও ফ্রন্টে রয়েছে ১৩মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ১৬মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ৮মেগাপিক্সেল এর আলট্রাওয়াইড, এবং ২মেগাপিক্সেল এর একটি ডেপথ সেন্সর ও আরেকটি ২এমপি ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটিতে রয়েছে ফ্রন্ট ও ব্যাক, উভয় ক্যামেরা দ্বারা ৪কে ভিডিও রেকর্ডিং এর সুযোগ। এই দামে তো কেনো, এর চেয়েও প্রায় দ্বিগুণ বাজেটের ফোনেও ফ্রন্ট ক্যামেরায় ৪কে ভিডিও রেকর্ডিং সুবিধা পাওয়া যায়না।
ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটিতে ব্যাটারি থাকছে ৫০০০মিলিএম্প এর। এই ব্যাটারিকে চার্জ করতে ফোনের বক্সেই পেয়ে যাবেন ১৮ওয়াট এর ফাস্ট চার্জার।
ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটির দাম ১৩,৯৯৯টাকা। তবে প্রি-বুক করলে ফোনটি পাওয়া যাবে ১২,৪৯৯টাকায়। এপ্রিল মাসের ২৪তারিখ পর্যন্ত ওয়ালটন প্লাস, ওয়ালটন ব্র্যান্ড ও রিটেইল আউটলেট এবং ওয়ালকার্ট থেকে ফোনটি প্রি-বুক করা যাবে।