বাংলা নববর্ষ উপলক্ষে চার মডেলের স্মার্টফোনে ‘বৈশাখী ছাড় এবার দুই হাজার’ অফার ঘোষণা করেছে শাওমি। এ অফারের আওতায় এমআই৮ লাইট, এমআই এ২, এমআই এ২ লাইট এবং রেডমি এস২ মডেলের ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট রম সংস্করণে সর্বনিম্ন ১ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
শাওমি কর্তৃপক্ষ আশা করছে, এ বৈশাখী ছাড়ের ফলে গ্রাহকদের কাছে শাওমির ফোনগুলো আরো আকর্ষণীয় হবে। ১০ এপ্রিল শুরু হওয়া এ অফার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলবে। দেশজুড়ে শাওমির সব অনুমোদিত বিক্রয়কেন্দ্রে এ অফার পাওয়া যাবে।